ঢাকা, বাংলাদেশ   সোমবার ২৮ জুলাই ২০২৫, ১২ শ্রাবণ ১৪৩২

ঝিনাইদহের মহেশপুর সীমান্ত দিয়ে অবৈধভাবে পারাপারের সময় ১৩ জনকে আটক

নিজস্ব সংবাদদাতা, ঝিনাইদহ

প্রকাশিত: ২১:৩৫, ২৭ জুলাই ২০২৫

ঝিনাইদহের মহেশপুর সীমান্ত দিয়ে অবৈধভাবে পারাপারের সময় ১৩ জনকে আটক

ঝিনাইদহের মহেশপুর সীমান্ত দিয়ে অবৈধভাবে পারাপারের সময় ১৩ জনকে আটক করেছে বিজিবি। আজ রবিবার রাতে সীমান্তের বাঘাডাঙ্গা ও পলিয়ানপুর এলাকা থেকে তাদেরকে আটক করা হয়। 

মহেশপুর ৫৮ বিজিবির সহকারী পরিচালক মুন্সি ইমাদাদুর রহমান জানান, তারা গোপন সংবাদের ভিতিত্তে সীমান্তের অভিযান চালিয়ে বাঘাডাঙ্গা এলাকা থেকে ১১জন ও পলিয়ানপুর এলাকা থেকে ০২জনকে আটক করা হয়। আটককৃতদের মধ্যে ০৬ জন পুরুষ ও ০৭ জন নারী রয়েছে। তাদের বাড়ি নড়াইল, সাতক্ষীরা ও যশোর জেলায়। তারা বিনা পাসপোর্টে অবৈধভাবে বাংলাদেশ থেকে ভারতে যাচ্ছিল। আটককৃতদের মহেশপুর থানায় সোপর্দ করা হয়েছে। 

Mily

×