
ছবি: সংগৃহীত
রাজবাড়ী সদর উপজেলার মুচিদহ গ্রামে আমজাদ খান (৬০) নামে এক কৃষককে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে। কৃষক আমজাদ খান সদর উপজেলার বসন্তপুর ইউনিয়নের মুচিদহ গ্রামের মৃত হাবিবুর রহমানের ছেলে।
রবিবার সন্ধ্যায় রাজবাড়ী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাহমুদুর রহমান কৃষক আমজাদ খানের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন। এর আগে, শনিবার বিকালে ঢাকার আনোয়ার খান মর্ডান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। নিহতের ভাই আরিফুল আলম খান বলেন, গত ২৩ জুলাই সন্ধ্যায় আমার ভাই বাড়ি থেকে বের হলে তাকে বেশ কয়েকজন সন্ত্রাসী পূর্ব বিরোধের জের ধরে কুপিয়ে গুরুতর আহত করে। স্থানীয়দের সহায়তায় ভাইকে উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখান থেকে ফরিদপুর মেডিকেল কলেজের চিকিৎসক ঢাকায় রেফার্ড করেন।
শনিবার বিকালে আমার ভাই মারা গেছেন। রাজবাড়ী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বলেন, গত বুধবার সন্ধ্যায় গুরুতর জখম করা হয় কৃষক আমজাদ খানকে। এ ঘটনায় থানায় একটি মামলা হয়েছে। যেহেতু শনিবার বিকালে ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়েছে। সেক্ষেত্রে আমরা ৩০২ ধারা যুক্তর জন্য আদালতে আবেদন পাঠিয়েছি। ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে সোহেল মন্ডল নামে এক আসামিকে গ্রেফতার করা হয়েছে।
রিফাত