
ছবি: সংগৃহীত (সূত্র: DesiBlitz.com)
বাংলাদেশের জনপ্রিয় রক ব্যান্ড Owned-এর ভোকাল ও বেজ গিটারিস্ট AK Ratul (আতিকুল ইসলাম রাতুল) হৃদরোগে আক্রান্ত হয়ে না ফেরার দেশে পাড়ি জমিয়েছেন। দুপুর ৩:৩০ এর দিকে ঢাকার উত্তরা এলাকার একটি জিমে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে প্রখনে Uttara Crescent Hospital-এ নেওয়া হয়, পরে Lubana General Hospital-এ তার মৃত্যু নিশ্চিত করা হয়। মৃত্যুকালে তার বয়স ছিল ৩৫ বছর (সূত্র: DesiBlitz.com)।
২০০৭ সালে বড় তাই একে সামি (AK Sami)-এর সঙ্গে Owned ব্যান্ড প্রতিষ্ঠা করেন রাতুল।
ব্যান্ডের প্রথম অ্যালবাম One (২০১৪) ও দ্বিতীয় অ্যালবাম Two (২০১৭)—বাংলাদেশের রক মিউজিক জগতে ভিন্নধর্মী স্বর এবং গভীর আবেগের ছাপ রেখে গেছে (সূত্র: DesiBlitz.com)।
তার কণ্ঠস্বর, বেজ লাইনের অনুপম সমন্বয়, এবং মঞ্চ উপস্থিতি তাকে তরুণদের মাঝে জনপ্রিয় করে তোলে।
রাতুল ছিলেন প্রখ্যাত চলচ্চিত্র অভিনেতা অসিম ও নায়িকা ওমেরা’র সন্তান। তার শৈশব কেটেছে সিনেমার আলো-ছায়ায়, কিন্তু তিনি নিজেকে গড়ে তুলেছিলেন সঙ্গীতে এক নতুন পরিচয়ে (সূত্র: DesiBlitz.com)।
তার জানাজা অনুষ্ঠিত হয় বনানীর পার্ক মসজিদে, মাগরিব নামাজের পর। এরপর তাকে বনানী কবরস্থানে, বাবার কবরের পাশে সমাহিত করা হয় (সূত্র: DesiBlitz.com)।
রাতুল-এর মৃত্যুতে সামাজিক যোগাযোগ মাধ্যমে শোক প্রকাশ করেছেন সহশিল্পী, ভক্ত ও বন্ধুজনরা। অনেকে লিখেছেন:
‘His voice helped me through the darkest times.’
‘We grew up with Owened.’ (সূত্র: DesiBlitz.com)।
রাতুলের অকাল মৃত্যু শুধু একটি প্রতিভার হারানো নয়—এটি একটি প্রজন্মের মিউজিক মেমোরির ছেঁটে যাওয়া অধ্যায়। তার কণ্ঠ, সুর, ও জীবনযাপন বহু তরুণের অনুপ্রেরণা হয়ে ছিল। মৃত্যুর মধ্যেও তার সৃষ্টিকর্ম বেঁচে থাকবে শ্রোতাদের হৃদয়ে।
রাকিব