
রাজধানীর উত্তরার ৪ নম্বর সেক্টরে বাড়িভিত্তিক শূটিং কার্যক্রম বন্ধ
রাজধানীর উত্তরার ৪ নম্বর সেক্টরে বাড়িভিত্তিক শূটিং কার্যক্রম বন্ধ করতে বাড়ি মালিকদের যে চিঠি পাঠিয়েছিল স্থানীয় কল্যাণ সমিতি, শর্তসাপেক্ষে তা প্রত্যাহার করা হয়েছে। ছোট পর্দার সব সংগঠনের নেতারা শনিবার আলোচনার মাধ্যমে এ বিষয়ে সমঝোতায় পৌঁছেছেন বলে জানিয়েছেন লাবণী চার শূটিং হাউজের মালিক আসলাম হোসেন। তিনি বলেন, আমাদের কিছু শর্ত দিয়ে দেওয়া হয়েছে, লিখিত শর্তগুলো এখনো হাতে আসেনি।
তবে আলোচনায় সবচেয়ে বেশি গুরুত্ব পেয়েছে শূটিংয়ের সময় নির্ধারণ। রাত ১১টার পর কোনো শূটিং করা যাবে না এমন শর্ত দেওয়া হয়েছে। পাশাপাশি রাস্তায় বা আউটডোরে শূটিং করলে যানজট ও জনভোগান্তির বিষয়টি মাথায় রাখতে হবে।
আমরাও সে বিষয়টি মাথায় রেখে ছোট পর্দার সব সংগঠনের সমন্বয়ে গঠিত ফেডারেশন অব টেলিভিশন প্রফেশনালস অর্গানাইজেশন (এফটিপিও) একটি নীতিমালা প্রণয়ন করে কল্যাণ সমিতিতে সেটা জমা দেবে।
উত্তরা চার নম্বর সেক্টরের কল্যাণ সমিতির সদস্য, হাউস মালিক অ্যাসোসিয়েশন, ডিরেক্টরস গিল্ড, অভিনয়শিল্পী সংঘ, টেলিভিশন প্রোগ্রাম প্রডিউসারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের সদস্যরা (টেলিপ্যাব) আলোচনায় উপস্থিত ছিলেন।
গত ২০ জুলাই উত্তরা কল্যাণ সমিতি সেক্টর চারের সভাপতি ও সাধারণ সম্পাদক স্বাক্ষরিত এক চিঠিতে বলা হয়, আবাসিক এলাকায় বাণিজ্যিক উদ্দেশ্যে শূটিং হাউজ পরিচালনা নীতিমালার পরিপন্থি এবং তা এলাকাবাসীর স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত করছে। চিঠিতে আরও বলা হয়, শূটিং চলাকালে রাস্তায় জনসমাগম তৈরি হচ্ছে, যান চলাচলে বিঘœ ঘটছে এবং আশপাশের বাসিন্দারা বিরক্তি ও নিরাপত্তাহীনতায় ভুগছেন। এ ছাড়া পরিবেশের শান্তি ও সুনিশ্চিত নিরাপত্তা ব্যাহত হচ্ছে।
প্যানেল হু