ঢাকা, বাংলাদেশ   সোমবার ২৮ জুলাই ২০২৫, ১২ শ্রাবণ ১৪৩২

আসল ফেসবুক আইডি জানালেন শাবনূর

সংস্কৃতি ডেস্ক

প্রকাশিত: ২১:৩০, ২৭ জুলাই ২০২৫

আসল ফেসবুক আইডি জানালেন শাবনূর

শাবনূর

ফেসবুকে শাবনূরের নামে বহু পেজ দেখা গেলেও সেগুলো ভেরিফায়েড নয় বলে জানিয়েছেন ঢাকাই সিনেমার নায়িকা শাবনূর। এ ঘটনায় উদ্বেগ প্রকাশ করে নিজের আসল আইডি থেকে লাইভে এসে ভক্তদের সতর্ক করেছেন তিনি। পাশাপাশি তার আসল ফেসবুক পেজ ও আইডির ঠিকানাও জানিয়ে দিয়েছেন। শনিবার একটি গাড়ির সিটে বসে ফেসবুক লাইভে এসে শাবনূর ভক্তদের উদ্দেশে বলেন, তোমরা অনেকে বলছ যে তোমরা বুঝতে পারছ না এটা ফেক আইডি না অরিজিনাল আইডি। আসলে এটাই আমার পেজ। এ জন্য এই পেজ থেকে তোমাদের সামনে এসেছি। আমি নিজেই আমার আইডি ও পেজ চালাই। আমার একটাই আইডি ও পেজ।
লাইভে নিজের পেজ ও আইডির নাম তুলে ধরে শাবনূর বলেন, কে বা কারা কোন উদ্দেশ্যে আমার নামে এত এত ফেসবুক আইডি খুলে, আবার পেজ ভেরিফায়েড করেছে আমি জানি না। আমার সঙ্গে শত্রুতা করছে কে, আমার সবকিছু হ্যাকিং করে শাবনূর সেজে এই কাজ করছে আমি জানি না। এর মানে কি আমি জানি না। এই কাজ করা উচিত নয়।
শাবনূর বলেন, আমার একটা ফেসবুক আইডি, পেজ, ইনস্টাগ্রাম ও ইউটিউব চ্যানেল রয়েছে। আমি আপনাদের ভালোবাসায় এত সিক্ত ছিলাম যে কখনো এটা ভেরিফায়েড করতে হবে এই চিন্তা করিনি। মনে হয়েছে ভেরিফায়েড করে কী হবে, আমি তো ইনকাম করি না এটা নিয়ে। নিজের আইডি, পেজ ছাড়া লাইভে আসা যায় না বলে আপনাদের সতর্ক করতে লাইভে আসা। শাবনূর বলেছেন, তার ফেসবুক পেজের নাম Shabnoor আর ফেসবুক আইডি Shabnoor Shabnoor

প্যানেল হু

×