
জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) এর আয়োজনে ময়মনসিংহে সোমবার (২৯ জুলাই) বিকেলে একটি বিশাল পদযাত্রা অনুষ্ঠিত হতে যাচ্ছে। এতে অংশ নেবেন দলটির কেন্দ্রীয় নেতৃবৃন্দ।
এই উপলক্ষে রোববার (২৮ জুলাই) সকালে ময়মনসিংহ নগরীর টাউন হলে সংবাদ সম্মেলন করেন জুলাই পদযাত্রা বাস্তবায়ন কমিটির নেতারা।
তারা জানান, সোমবার দুপুর ২টা থেকে জেলার বিভিন্ন উপজেলা থেকে এনসিপির নেতাকর্মীরা টাউন হলে সমবেত হবেন। বিকেল ৫টায় কেন্দ্রীয় নেতাদের নেতৃত্বে পদযাত্রা শুরু হবে। শহরের শহীদ সাগর চত্বরে গিয়ে পদযাত্রাটি ঘুরে পুনরায় টাউন হলে এসে শেষ হবে।
এই পদযাত্রায় সব শ্রেণি-পেশার মানুষের অংশগ্রহণ প্রত্যাশা করা হচ্ছে। পাশাপাশি, জুলাই আন্দোলনে নিহত দুই শহীদের কবর জিয়ারত করবেন কেন্দ্রীয় নেতারা। শহীদদের পরিবারের সদস্যরাও সে সময় উপস্থিত থাকবেন। পরে টাউন হলে আয়োজিত সমাবেশে বক্তব্য রাখবেন কেন্দ্রীয় নেতৃবৃন্দ।
ময়মনসিংহ জেলার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সদস্যসচিব ও জুলাই পদযাত্রা বাস্তবায়ন কমিটির সদস্য আলী হোসেন জানান, “আমাদের সব প্রস্তুতি সম্পন্ন। আমরা আশা করছি, হাজারো মানুষ এই পদযাত্রায় অংশ নেবেন। কোথাও কোনো বিশৃঙ্খলার সম্ভাবনা নেই।”
এ সময় জুলাই পদযাত্রা বাস্তবায়ন কমিটির সদস্য সাকিবুল হাসান ও আব্দুল্লাহ আল মামুন উপস্থিত ছিলেন।
নুসরাত