
ছবি: সংগৃহীত
সাগর উত্তাল থাকায় মিয়ানমার থেকে পালিয়ে আসা ২০ জন রোহিঙ্গা ও একটি ট্রলার রবিবার (২৭ জুলাই) পর্যন্ত সেন্টমার্টিন দ্বীপে অবস্থান করছে। দুই দিন ধরে তারা বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর হেফাজতে রয়েছে।
জানা গেছে, শুক্রবার (২৫ জুলাই) সকাল ১১টার দিকে ট্রলারটি সাগরের ঝড়ে বিপদে পড়ে সেন্টমার্টিনের উত্তর সৈকতে ভিড়ে। ট্রলারটিতে থাকা রোহিঙ্গাদের মধ্যে রয়েছে ১৬ জন পুরুষ, ৩ জন নারী ও একজন শিশু। সেন্টমার্টিন ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ফয়েজুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
রোহিঙ্গারা জানান, মিয়ানমারে সরকারি বাহিনী ও বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মির মধ্যে চলমান সংঘাতের কারণে তারা দেশ ছেড়ে পালিয়ে যাচ্ছিলেন। বেশ কয়েকজন পূর্বে কারাগারে আটক ছিলেন। মুক্তি পাওয়ার পর তারা মিয়ানমার ত্যাগের সিদ্ধান্ত নেন।
তবে দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে ট্রলারটি নির্ধারিত গন্তব্যে পৌঁছাতে না পেরে সেন্টমার্টিন দ্বীপের উপকূলে এসে পৌঁছায়। স্থানীয় লোকজন ট্রলারটি দেখতে পেয়ে আইনশৃঙ্খলা বাহিনীকে খবর দেন। পরে বিজিবির একটি দল ঘটনাস্থলে পৌঁছে রোহিঙ্গাদের উদ্ধার করে এবং স্থানীয় একটি হোটেলে তাদের অস্থায়ী আশ্রয় দেয়। ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে তাদের খাবারের ব্যবস্থা করা হয়েছে।
বিজিবির এক কর্মকর্তা জানান, আবহাওয়ার উন্নতি হলে ট্রলারসহ রোহিঙ্গাদের মিয়ানমারে ফেরত পাঠানো হবে।
সীমান্ত সংলগ্ন একাধিক সূত্র জানিয়েছে, ২০২৪ সালের ফেব্রুয়ারি থেকে মিয়ানমারের রাখাইন রাজ্যে সরকারি বাহিনী ও আরাকান আর্মির মধ্যে তীব্র সংঘর্ষ চলছে। ১১ মাসের রক্তক্ষয়ী লড়াই শেষে গত ৮ ডিসেম্বর আরাকান আর্মি মংডুসহ রাখাইনের প্রায় ৮০ শতাংশ এলাকার নিয়ন্ত্রণ নেয়। জাতিসংঘের শরণার্থী সংস্থা ইউএনএইচসিআর জানিয়েছে, এই সংঘাতের ফলে গত ১৮ মাসে নতুন করে প্রায় দেড় লাখ রোহিঙ্গা বাংলাদেশে প্রবেশ করেছে।
রিফাত