ঢাকা, বাংলাদেশ   রোববার ২৭ জুলাই ২০২৫, ১২ শ্রাবণ ১৪৩২

সাভারে জুলাই শহীদ স্মৃতি মেডিকেল ক্যাম্প

নিজস্ব সংবাদদাতা, সাভার

প্রকাশিত: ১৯:৫৯, ২৭ জুলাই ২০২৫

সাভারে জুলাই শহীদ স্মৃতি মেডিকেল ক্যাম্প

ছবিঃ সংগৃহীত

‘জুলাই জাগরণ নব উদ্যমে বিনির্মাণ’— এ শ্লোগানকে সামনে রেখে ইসলামী ছাত্রশিবির বাংলাদেশ প্রাইভেট ইউনিভার্সিটির পশ্চিম শাখার উদ্যোগে সাভারে দিনব্যাপী জুলাই শহীদ স্মৃতি মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়েছে।

রবিবার (২৭ জুলাই) সকাল থেকে বিকেল পর্যন্ত সাভারের খাগান এলাকায় এ মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়।

এ সময় সেখানে ৩ বিশেষজ্ঞ ডাক্তারের তত্ত্বাবধানে ৫টি প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ফ্রি চিকিৎসাসেবা ও জরুরি ওষুধের ব্যবস্থা করা হয়। এতে সকাল থেকেই বিভিন্ন শিক্ষার্থী ও স্থানীয় নারী-পুরুষ চিকিৎসা নিতে হাজির হন।

প্রাইভেট ইউনিভার্সিটির পশ্চিম শাখার সভাপতি রেজাউল করিম বলেন, নগরে অনেকে চিকিৎসাসেবা পেয়ে থাকলেও মফস্বলে তা না পাওয়ায় এ আয়োজন করা হয়। জুলাই চেতনাকে সমুন্নত রাখতে শিক্ষার্থীদের মাঝে সেবার মনোভাব ছড়িয়ে দিতেই এ উদ্যোগ।

ইমরান

×