
জামালপুরের ইসলামপুরে বিস্ফোরক আইনে দায়ের করা মামলায় ইউনিয়ন আওয়ামী লীগের এক সাবেক নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। আটককৃত ব্যক্তি চর গোয়ালীনি ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি আলীনূর ইসলাম (৪০)। তিনি একই ইউনিয়নের সাবেক চেয়ারম্যান সাইফুল ইসলাম তোতার পুত্র।
পুলিশ সূত্রে জানা গেছে, শুক্রবার (২৬ জুলাই) রাতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। শনিবার (২৭ জুলাই) দুপুরে তাকে জামালপুর আদালতে হাজির করা হলে আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
ইসলামপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আ ফ ম আতিকুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, বিস্ফোরক মামলার আসামি হিসেবে তাকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারের পর শনিবার তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
আফরোজা