
ছবি: দৈনিক জনকন্ঠ।
নানা আয়োজনের মধ্য দিয়ে বাংলাদেশে মুদ্রণ শিল্প সমিতির বার্ষিক সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টানে এ সভার আয়োজন করা হয়। এদিন ২০২২ থেকে ২০২৪ সালের হিসাব ও কার্যবিবরণী তুলে ধরা হয়। সভায় প্রতিবেদন উপস্থাপন করেন সংগঠনের সাধারণ সম্পাদক মো. কাউসার-উজ-জামান (রুবেল)। অর্থবিষয়ক প্রতিবেদন তুলে করেন কোষাধ্যক্ষ মো. হানিফ আলী।
অনুষ্ঠানে বক্তারা বলেন, প্রিন্ট মিডিয়া মানেই শুধু কালি-রঙ নয়। এটি একটি জাতির স্মৃতি, প্রতিবাদ, সৃজনশীলতা ও স্বাতন্ত্রের ধারক। এই শিল্পকে বাঁচাতে হলে সংগঠনকে সচল, গণতান্ত্রিক ও কর্মীবান্ধব হতে হবে। সবার সম্মিলিত প্রচেষ্টায় মুদ্রণ শিল্পকে একটি ন্যায্য, মানবিক ও শক্তিশালী খাত হিসেবে গড়ে তোলা সম্ভব বলেও মন্তব্য করেন তারা।
এসময় তারা বলেন, মুদ্রণ সমিতি ঢাকাকেন্দ্রিক আধিপত্যের শিকার। কিন্তু এখন সময় এসেছে সারাদেশের প্রতিনিধিত্বমূলক অংশগ্রহণ। এই সভা একদিনের আনুষ্ঠানিকতা নয় – বরং একটি সম্ভাবনাময় ভবিষ্যতের দরজা খুলে দেওয়ার প্রথম ধাপ বলেও জানানো হয়।
মিরাজ খান