
ছবি: সংগৃহীত
হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে যাত্রীদের সঙ্গে আগত ব্যক্তিদের জন্য নতুন প্রবেশ-নিয়ম চালু করেছে বিমানবন্দর কর্তৃপক্ষ। এখন থেকে একজন যাত্রীর সঙ্গে সর্বোচ্চ দুইজন সঙ্গী নির্ধারিত এলাকায় প্রবেশ করতে পারবেন।
এক বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হয়েছে, যাত্রী চলাচলে শৃঙ্খলা ফিরিয়ে আনা, যানজট হ্রাস এবং নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করতেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
নতুন নিয়ম অনুযায়ী, যাত্রীর সঙ্গে আগত ব্যক্তি কেবলমাত্র ‘প্রস্থান ড্রাইভওয়ে’ এবং ‘আগমন ক্যানোপি’ এলাকায় প্রবেশের অনুমতি পাবেন।
এছাড়া যাত্রী ও তাদের সঙ্গীদের প্রতি শৃঙ্খলা বজায় রাখার আহ্বান জানিয়েছে কর্তৃপক্ষ। তাদের মতে, সবাই নির্দেশনা মেনে চললে বিমানবন্দরের ভেতর ও বাইরে নিরাপদ, সুশৃঙ্খল ও কার্যকর পরিবেশ নিশ্চিত করা সম্ভব হবে।
ছামিয়া