
ছবি: সংগৃহীত।
রাজধানীর গুলশানে একটি রাজনৈতিক পরিবারের বাসায় চাঁদা দাবির ঘটনায় সংঘবদ্ধ একটি চক্রকে আটক করেছে পুলিশ। ২৬ জুলাই সন্ধ্যায় গুলশান ৮৩ নম্বর রোডের বাড়িটিতে চাঁদা তুলতে গেলে পাঁচজনকে হাতেনাতে ধরে ফেলে গুলশান থানা পুলিশ।
পুলিশ জানায়, অভিযুক্তরা নিজেদের ছাত্রসংগঠনের নেতা ও সমন্বয়ক পরিচয়ে সাবেক সংসদ সদস্য সামী আহমেদের বাসায় যান এবং তার স্বামী সিদ্দিক আবু জাফরের কাছ থেকে ৫০ লাখ টাকা চাঁদা দাবি করেন। এর আগেও তারা ১৭ জুলাই প্রথমবার গিয়ে ভয়ভীতি দেখিয়ে ১০ লাখ টাকা আদায় করে নেয়।
এরপর আবারও ১৯ জুলাই এবং ২৬ জুলাই বিকেলে তারা বাসার সামনে হাজির হয়। তৃতীয়বারের চেষ্টাতেই সিদ্দিক জাফর পুলিশে খবর দেন। গুলশান থানা পুলিশ দ্রুত অভিযান চালিয়ে পাঁচজনকে আটক করে।
আটক ব্যক্তিরা হলেন—
-
ইব্রাহিম হোসেন মুন্না (বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ঢাকা মহানগর আহ্বায়ক)
-
মোহাম্মদ সিয়াম (একই সংগঠনের সদস্য)
-
সাদমান সাদাফ
-
মো. আমিনুল ইসলাম
-
আব্দুর রাজ্জাক বিন সুলায়মান রিয়াদ
পুলিশ জানায়, এই চক্রটির সঙ্গে আরও ১০-১২ জন জড়িত রয়েছে বলে সন্দেহ করা হচ্ছে। তাদের শনাক্তে ভিডিও ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে। চাঁদা আদায়ের সময়কার একটি ভিডিও পুলিশের হাতে এসেছে, যেখানে অভিযুক্তদের টাকা নিতে দেখা যায়।
ভুক্তভোগীর লিখিত অভিযোগের ভিত্তিতে মামলার প্রস্তুতি নেওয়া হয়েছে এবং তদন্ত শেষে তাদের গ্রেপ্তার দেখানো হবে।
এদিকে, সংগঠনটির কেন্দ্রীয় দপ্তর থেকে জানানো হয়েছে— নীতিমালা লঙ্ঘন ও অনৈতিক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে মুন্না, সিয়াম এবং সাদাফকে সংগঠন থেকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে।
নুসরাত