ঢাকা, বাংলাদেশ   রোববার ২৭ জুলাই ২০২৫, ১২ শ্রাবণ ১৪৩২

নাগেশ্বরী উপজেলা বিএনপির আহ্বায়ক গোলাম রসুল রাজাকে গ্রেফতারের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ

মনোয়ার হোসেন লিটন, কুড়িগ্রাম

প্রকাশিত: ২০:২৫, ২৭ জুলাই ২০২৫; আপডেট: ২০:২৭, ২৭ জুলাই ২০২৫

নাগেশ্বরী উপজেলা বিএনপির আহ্বায়ক গোলাম রসুল রাজাকে গ্রেফতারের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ

ছবিঃ সংগৃহীত

কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার বিএনপির আহ্বায়ক গোলাম রসুল রাজাকে গ্রেফতারের দাবিতে এক বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়।

রবিবার (২৭ জুলাই) দুপুরে নাগেশ্বরী পৌরসভার ঈদগাহ মাঠ থেকে বিক্ষোভ মিছিল বের হয়ে বিভিন্ন রাস্তা প্রদক্ষিণ করে উপজেলা চত্বরে সমাবেশ করে।

সমাবেশ শেষে নাগেশ্বরী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সিব্বির আহমেদকে স্মারকলিপি প্রদান করা হয়।

গত ২৩ জুলাই নাগেশ্বরী উপজেলার বিএনপির আহ্বায়ক গোলাম রসুল রাজা বেরুবাড়ী ইউনিয়নের এক পথসভায় নাগেশ্বরী পৌরসভার বানিয়া পাড়া ও ভূষুটারী গ্রাম জ্বালিয়ে দেওয়ার হুমকি দিলে ক্ষোভে ফেটে পড়ে স্থানীয় সাধারণ জনগণ।

বিক্ষোভ সমাবেশে মুকুল বলেন, "বানিয়া পাড়া ও ভূষুটারী এলাকার মানুষ কর্মে বিশ্বাসী। আমরা চাকরিজীবী, শ্রমজীবীসহ বিভিন্ন পেশায় নিয়োজিত থেকে জীবন-জীবিকা নির্বাহ করি। কিন্তু বিএনপির আহ্বায়ক গোলাম রসুল রাজা আমাদের চাঁদাবাজ, গুন্ডাবাহিনী সাজিয়ে বাড়িঘর জ্বালিয়ে দেওয়ার হুমকি দিয়েছেন।"

সৈয়দ আলী বলেন, "আমাদের নাগেশ্বরী উপজেলার মানুষ অত্যন্ত শান্তিপ্রিয়। এই শান্ত এলাকাকে অশান্ত করতে গোলাম রসুল রাজা অপপ্রচার চালিয়ে উত্তেজনাকর পরিবেশ সৃষ্টি করছেন। কোনো অপ্রীতিকর ঘটনা ঘটলে তার দায় রাজাকেই নিতে হবে।"

একাধিক যুবক বলেন, "গোলাম রসুল রাজাকে জনতার সামনে ক্ষমা চাইতে হবে এবং নাগেশ্বরী উপজেলার জনগণকে শান্ত করতে হবে। তিনি আমাদের পুরো এলাকার জনগণকে হুমকি দিয়েছেন। এখন আমরা শিশু-কিশোরদের নিয়ে নিরাপত্তাহীনতায় ভুগছি।"

এ বিষয়ে নাগেশ্বরী উপজেলার বিএনপির আহ্বায়ক গোলাম রসুল রাজার সঙ্গে কথা হলে তিনি ঘটনার সত্যতা স্বীকার করে জানান, "নাগেশ্বরী পৌরসভার বানিয়া পাড়া ও বেরুবাড়ী ইউনিয়নের একটি ঘটনাকে কেন্দ্র করে আমি উত্তেজিত হয়ে ওই ভাষা ব্যবহার করি। পরে আমি আমার বক্তব্যের জন্য দুঃখ প্রকাশ করেছি।"

এ বিষয়ে জেলা বিএনপির সদস্য সচিব আলহাজ্ব সোহেল হোসাইন কায়কোবাদ বলেন, "বিষয়টি সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত সাপেক্ষে সঠিক ব্যবস্থা নেওয়া হবে।"

জেলা বিএনপির আহ্বায়ক মোস্তাফিজুর রহমান মোস্তফা বলেন, "বিষয়টি আমাদের নজরে এসেছে। তদন্ত সাপেক্ষে সংগঠনের বিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।"

ইমরান

×