ঢাকা, বাংলাদেশ   সোমবার ২৮ জুলাই ২০২৫, ১২ শ্রাবণ ১৪৩২

জাপানে পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের আকাশে একাধিক ড্রোন, সতর্কতায় বন্ধ হলো দুটি চুল্লি

প্রকাশিত: ২২:৪৯, ২৭ জুলাই ২০২৫; আপডেট: ২৩:৩৬, ২৭ জুলাই ২০২৫

জাপানে পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের আকাশে একাধিক ড্রোন, সতর্কতায় বন্ধ হলো দুটি চুল্লি

ছবিঃ সংগৃহীত

জাপানের একটি পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে একযোগে তিনটি ড্রোন উড়তে দেখা গেছে। নিরাপত্তাজনিত উদ্বেগে তাৎক্ষণিকভাবে বিদ্যুৎকেন্দ্রটির দুটি চুল্লি বন্ধ করে দেওয়া হয়েছে।

রবিবার (২৭ জুলাই) দেশটির পারমাণবিক পর্যবেক্ষণ সংস্থা নিউক্লিয়ার রেগুলেশন অথরিটি (এনআরএ) এক বিবৃতিতে জানিয়েছে, জাপানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের কিউশু দ্বীপের সাগা প্রিফেকচারে অবস্থিত জেনকাই পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে শনিবার রাতে এই ড্রোনগুলো শনাক্ত হয়।

বিদ্যুৎকেন্দ্রটির পরিচালনাকারী সংস্থা কিউশু ইলেকট্রিক পাওয়ার কোম্পানি জানিয়েছে, কেন্দ্রটির চারটি চুল্লির মধ্যে নিরাপত্তার স্বার্থে দুটি বন্ধ করে দেওয়া হয়েছে।

জাপানে পারমাণবিক স্থাপনাগুলোর ওপর বা আশপাশে ড্রোন ওড়ানো আইনত নিষিদ্ধ। এনআরএ এবং পুলিশ এ ধরনের উড্ডয়নকে ‘অননুমোদিত’ এবং ‘নিরাপত্তা হুমকি’ হিসেবে উল্লেখ করেছে।

এনআরএর এক মুখপাত্র বলেন, "ঘটনার পরপরই তদন্ত চালানো হয়। বিদ্যুৎকেন্দরের ভেতরে কোনো ড্রোন পাওয়া যায়নি এবং এখন পর্যন্ত কোনো অস্বাভাবিকতা শনাক্ত হয়নি।"

জাপানের স্থানীয় পুলিশের মুখপাত্র মাসাহিরো কোশো বলেন, "ড্রোনগুলো ঠিক কী উদ্দেশ্যে উড়ানো হয়েছিল, তা এখনো স্পষ্ট নয়। তবে বিষয়টি আমরা গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখছি।"

প্রসঙ্গত, ২০১১ সালে ভয়াবহ ভূমিকম্প ও সুনামির পর ফুকুশিমা পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে বিস্ফোরণ ঘটে, যা পারমাণবিক ইতিহাসের অন্যতম বড় বিপর্যয় হিসেবে বিবেচিত। সেই ঘটনার পর থেকেই জাপান পারমাণবিক স্থাপনাগুলোতে কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করে।

ইমরান

আরো পড়ুন  

×