
ছবি: সংগৃহীত।
রাজস্থানে এক নববিবাহিত যুবক স্ত্রীকে বিলাসবহুল জীবন দিতে গিয়ে বেছে নিয়েছেন চুরির পথ। পুলিশের দাবি, স্ত্রীর অতিরিক্ত চাহিদা পূরণে ব্যর্থ হয়ে চাকরি ছেড়ে ছিনতাই শুরু করেন ওই যুবক। শেষমেশ ধরা পড়েছেন পুলিশের হাতে।
জানা গেছে, মাসখানেক আগে তরুণ পারেখ নামে ওই যুবক বিবাহবন্ধনে আবদ্ধ হন। বিবিএ পাস করে একটি বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত ছিলেন তিনি। তবে স্ত্রীর বিলাসী জীবনধারা ও নানা শখ মেটাতে চাকরির আয় যথেষ্ট না হওয়ায় তিনি চুরির পথ বেছে নেন।
পুলিশ সূত্রে জানা যায়, জামওয়ারমগড় গ্রামের বাসিন্দা তরুণ নিয়মিত জয়পুর শহরে গিয়ে চুরি করতেন। সম্প্রতি জয়পুরের ট্রান্সপোর্ট নগর এলাকায় এক বৃদ্ধার গলার চেন ছিনতাইয়ের ঘটনায় এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে তরুণকে চিহ্নিত করে পুলিশ এবং শুক্রবার তাকে গ্রেপ্তার করে।
তদন্তে উঠে এসেছে, তরুণ চুরি করতেন পরিকল্পিতভাবে যাতে সহজে ধরা না পড়েন। পুলিশ জানতে চাচ্ছে, তার সঙ্গে আর কেউ জড়িত ছিল কি না এবং তার স্ত্রী এসব জানতেন কি না।
নুসরাত