
ছবিঃ সংগৃহীত
খাগড়াছড়িতে অস্ত্র মামলায় খজেন্দ্র ত্রিপুরা (৪৫) নামে এক ব্যক্তিকে ১৭ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত।
রবিবার (২৭ জুলাই) দুপুরে অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত (স্পেশাল ট্রাইব্যুনাল-৪)–এর বিচারক শায়লা শারমিন তার উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন।
দণ্ডিত খজেন্দ্র ত্রিপুরা মাটিরাঙ্গা উপজেলার সদর ইউনিয়নের তৈকাডাং হরিপূর্ণ পাড়ার বাসিন্দা কিশোর চান ত্রিপুরার ছেলে।
আদালত সূত্র জানায়, ২০২১ সালের ৬ জানুয়ারি চট্টগ্রাম র্যাব-৭ এর একটি দল গোপন সংবাদের ভিত্তিতে মাটিরাঙ্গা পৌরসভার সামনে অভিযান চালিয়ে খজেন্দ্রকে আটক করে। এ সময় তার কাছ থেকে একটি পিস্তল (এলজি), একটি ম্যাগাজিন এবং তিন রাউন্ড গুলি উদ্ধার করা হয়। ওই রাতেই তার বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়ের করা হয় এবং পরদিন তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। পরে তিনি জামিনে মুক্তি পান।
রাষ্ট্রপক্ষের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর (এপিপি) অ্যাডভোকেট জসিম উদ্দিন জানান, মামলার দীর্ঘ শুনানি শেষে ১৮৭৮ সালের অস্ত্র আইনের ১৯(এ) ধারায় খজেন্দ্র ত্রিপুরাকে ১০ বছরের সশ্রম কারাদণ্ড এবং ১৯(এফ) ধারায় ৭ বছরের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়। দুটি দণ্ড একইসঙ্গে কার্যকর হওয়ায় মোট সাজা ১৭ বছর।
খাগড়াছড়িতে আঞ্চলিক সশস্ত্র দলের বিরুদ্ধে বহু অস্ত্র মামলা থাকলেও এটিই প্রথম কোনো মামলায় সবচেয়ে দৃষ্টান্তমূলক রায় হিসেবে বিবেচিত হচ্ছে।
ইমরান