ঢাকা, বাংলাদেশ   সোমবার ২৮ জুলাই ২০২৫, ১২ শ্রাবণ ১৪৩২

নাসা ছাড়লেন প্রায় ৪ হাজার কর্মী!

প্রকাশিত: ২৩:২৫, ২৭ জুলাই ২০২৫

নাসা ছাড়লেন প্রায় ৪ হাজার কর্মী!

যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা সংস্থা নাসা এক বড় ধরণের পরিবর্তনের মধ্য দিয়ে যাচ্ছে। ‘ডিফার্ড রিজাইনেশন’ প্রোগ্রামের আওতায় সংস্থাটির প্রায় ৪ হাজার কর্মী স্বেচ্ছায় পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন। এই পদক্ষেপটি যুক্তরাষ্ট্রের ট্রাম্প প্রশাসনের সরকারি কর্মী সংখ্যা হ্রাস নীতির অংশ হিসেবে বাস্তবায়িত হয়েছে।

শনিবার (স্থানীয় সময়) নাসার পক্ষ থেকে জানানো হয়েছে, কর্মী ছাঁটাইয়ের ফলে সংস্থাটির মোট জনবল ১৮ হাজার থেকে কমে প্রায় ১৪ হাজারে নেমে আসবে। যা প্রায় ২০ শতাংশ হ্রাস। নাসার মুখপাত্র শেরিল ওয়ার্নার এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি আরও জানান, স্বাভাবিক অবসরের মাধ্যমে আরও ৫০০ কর্মী সংস্থা থেকে বিদায় নিয়েছেন।

‘ডিফার্ড রিজাইনেশন’ প্রোগ্রামের দ্বিতীয় ধাপে, যা শুক্রবার মধ্যরাতে শেষ হয়েছে, তখন আরও ৩ হাজার কর্মী পদত্যাগের আবেদন করেন। প্রথম ধাপে এই সংখ্যা ছিল ৮৭০।এই সিদ্ধান্ত ট্রাম্প প্রশাসনের সরকারি খরচ ও জনবল কমানোর নীতির প্রতিফলন, যা ‘ডিপার্টমেন্ট অব গভর্নমেন্ট এফিশিয়েন্সি’ (DOGE)-এর সুপারিশের ভিত্তিতে গ্রহণ করা হয়েছে।নাসার পক্ষ থেকে কর্মী ছাঁটাইয়ের নির্দিষ্ট কার্যকর তারিখ জানানো হয়নি। এনপিআরের পক্ষ থেকে এ বিষয়ে জানার চেষ্টা করা হলেও নাসা স্পষ্ট কোনো উত্তর দেয়নি।

এই প্রেক্ষাপটে নাসার বাজেটও কাটছাঁটের মুখে পড়েছে। ২০২৬ অর্থবছরের জন্য ট্রাম্প প্রশাসনের বাজেট প্রস্তাবে সংস্থাটির জন্য বরাদ্দ প্রায় ২৪ শতাংশ কমানোর সুপারিশ করা হয়েছে যা ২৫ বিলিয়ন ডলার থেকে কমিয়ে ১৯ বিলিয়ন ডলারে নামিয়ে আনার প্রস্তাব। যদিও মার্কিন কংগ্রেসের প্রতিনিধি পরিষদ ও সিনেট এখনো সংস্থাটির বর্তমান বাজেট ধরে রাখার পক্ষে আলোচনা চালিয়ে যাচ্ছে।

তবে দীর্ঘমেয়াদি বাজেট পরিস্থিতির ক্ষেত্রে কিছুটা স্বস্তিও মিলেছে নাসার জন্য। চলতি মাসের শুরুতে ট্রাম্প প্রশাসনের ‘ওয়ান বিগ বিউটিফুল বিল অ্যাক্ট’ আইন হিসেবে পাস হওয়ার মাধ্যমে সংস্থাটি ২০৩২ সাল পর্যন্ত প্রায় ১০ বিলিয়ন ডলারের অতিরিক্ত বরাদ্দ পেয়েছে। এর আওতায় মঙ্গল অভিযানের পাশাপাশি চাঁদে ফেরার পরিকল্পনাও অন্তর্ভুক্ত রয়েছে।

তবে প্রশাসনের প্রস্তাবিত বাজেট কাটছাঁট এবং নীতিগত পরিবর্তন নিয়ে বিজ্ঞানী ও মহাকাশভিত্তিক সংস্থাগুলোর মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে। এর মধ্যে আছে বিল নাই-এর নেতৃত্বাধীন অলাভজনক সংস্থা ‘দ্য প্ল্যানেটারি সোসাইটি’। তারা বলেছে, "একটি মহান জাতির প্রয়োজন একটি মহান মহাকাশ কর্মসূচি, যা জাতীয় আদর্শকে ধারণ করে এবং জনস্বার্থে কাজ করে। ট্রাম্প প্রশাসনের প্রস্তাব সেই প্রতিশ্রুতি শুধুই পূরণ করতে ব্যর্থ নয়— বরং এটি প্রত্যাখ্যান করে, নাসার নেতৃত্বে বিশ্বজুড়ে একতা ও সহযোগিতার সম্ভাবনাকে দুর্বল করে।"

এমন অবস্থায়, সোমবার নাসার ৩০০-এর বেশি বর্তমান ও সাবেক কর্মী অন্তর্বর্তীকালীন প্রশাসক শন ডাফির কাছে ‘ভয়েজার ডিক্লারেশন’ নামে একটি চিঠি পাঠিয়েছেন। সেখানে তারা "দ্রুত ও অপচয়মূলক পরিবর্তনের" সমালোচনা করেছেন এবং বলেছেন, গবেষণা ও প্রকল্পে ছাঁটাইয়ের এই প্রস্তাব নাসার স্বার্থে নয়। সেই সঙ্গে প্রশাসক ডাফিকে আহ্বান জানানো হয়েছে, যেন তিনি এই প্রস্তাব বাস্তবায়ন না করেন।

নাসার ভবিষ্যৎ নেতৃত্ব ও দিকনির্দেশনা নিয়ে এখন বৈজ্ঞানিক মহল, মহাকাশপ্রেমী ও সাবেক কর্মীদের মধ্যে গভীর উদ্বেগ বিরাজ করছে। সামনে কী আছে সে উত্তর সময়ই দেবে।

 

 

 

 

সূত্র:https://tinyurl.com/4ynjzu5c

আফরোজা

×