
ছবি: সংগৃহীত
বর্তমান যুগে স্মার্টফোন আমাদের জীবনের অবিচ্ছেদ্য অংশ হয়ে দাঁড়িয়েছে। তবে এই স্মার্ট ডিভাইসগুলোর মধ্যে থাকা কিছু অ্যাপ্লিকেশন আমাদের ব্যক্তিগত তথ্য চুরি করছে কি না, তা নিয়ে আজকাল নানা প্রশ্ন উঠছে। বিশেষ করে সেই অ্যাপগুলো যা ফোনের ব্যাকগ্রাউন্ডে চলতে থাকে এবং ব্যবহারকারীর অনুমতি ছাড়া তাদের কথোপকথন বা ব্যক্তিগত তথ্য সংগ্রহ করতে পারে।
অনেক সময় আমরা বুঝতে পারি না, কোন অ্যাপ আমাদের ফোনে কোন ধরণের তথ্য সংগ্রহ করছে। এমনকি অনেক অ্যাপ মাইক্রোফোন ও ক্যামেরা ব্যবহার করে ব্যবহারকারীর অনুমতি ছাড়া তথ্য সংগ্রহ করে থাকতে পারে। এসব তথ্য পরে বিভিন্ন উদ্দেশ্যে ব্যবহার হতে পারে — যেমন লক্ষ্যভিত্তিক বিজ্ঞাপন দেখানো, বা আরও গুরুতর ক্ষেত্রে ব্যক্তিগত গোপনীয়তা লঙ্ঘনের জন্য।
কিভাবে বুঝবেন কোন অ্যাপ গোপনে কথা শুনছে?
১. ফোনের ব্যাটারি দ্রুত শেষ হওয়া
২. ফোনে হঠাৎ বেশি ডেটা খরচ হওয়া
৩. ফোনের গরম হওয়া বা অস্বাভাবিক আচরণ
৪. মাইক্রোফোন বা ক্যামেরা সক্রিয় থাকার আইকন না থাকা সত্ত্বেও কাজ করা
রেহাই পাওয়ার উপায়:
* আপনার ফোনে যেসব অ্যাপ ইনস্টল করেছেন, সেগুলোর পারমিশন (অনুমতি) ভালোভাবে পরীক্ষা করুন। বিশেষ করে মাইক্রোফোন, ক্যামেরা, লোকেশন ও কনট্যাক্ট অ্যাক্সেস।
* অবাঞ্ছিত বা অচেনা অ্যাপ ডিলিট করুন।
* নিয়মিত ফোন ও অ্যাপ আপডেট করুন, যাতে সিকিউরিটি ফিচার সক্রিয় থাকে।
* অ্যান্টিভাইরাস বা সিকিউরিটি অ্যাপ ব্যবহার করুন, যা সন্দেহজনক কার্যকলাপ সনাক্ত করতে সাহায্য করবে।
* পাবলিক ওয়াইফাই ব্যবহার করার সময় সাবধান থাকুন, কারণ এটি ডেটা চুরির সুযোগ বাড়ায়।
ব্যক্তিগত গোপনীয়তার জন্য সচেতন হওয়া এখন সময়ের দাবি। নিজের ডিভাইস ও তথ্য সুরক্ষায় দায়িত্ব নেওয়া ছাড়া উপায় নেই। তাই, আজই নিজের ফোনের অ্যাপগুলো খতিয়ে দেখুন এবং নিরাপদ থাকার চেষ্টা করুন।
রিফাত