
ছবি: সংগৃহীত।
গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় অপুষ্টি ও দুর্ভিক্ষে আরও ৬ জনের মৃত্যু হয়েছে, যার মধ্যে রয়েছে ক্ষুধায় ক্লান্ত দুই শিশু। শনিবার সকালে টেলিগ্রামে প্রকাশিত এক হালনাগাদ বার্তায় এ তথ্য জানানো হয়েছে।
স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্যমতে, ইসরায়েলের গাজা আগ্রাসন শুরুর পর থেকে এখন পর্যন্ত অপুষ্টি ও অনাহারে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৩৩-তে। এদের মধ্যে ৮৭ জনই শিশু।
মানবাধিকার সংস্থাগুলো এবং আন্তর্জাতিক বিশ্লেষকদের মতে, গাজায় বেসামরিক জনগণের ওপর চলমান এই যুদ্ধ দিন দিন একটি গণহত্যার রূপ নিচ্ছে। খাদ্য, ওষুধ ও পানির চরম সংকটে প্রায় ২২ লাখ মানুষ বেঁচে থাকার লড়াই চালিয়ে যাচ্ছে।
চিকিৎসা সেবা এবং মানবিক সহায়তা প্রবেশে দীর্ঘ সময় ধরে প্রতিবন্ধকতা তৈরি হওয়ায় শিশু ও দুর্বল রোগীরা সবচেয়ে বেশি ঝুঁকির মধ্যে রয়েছে বলে জানিয়েছে গাজার হাসপাতালগুলো।
সূত্র: দ্য গার্ডিয়ান।
মিরাজ খান