ঢাকা, বাংলাদেশ   রোববার ২৭ জুলাই ২০২৫, ১২ শ্রাবণ ১৪৩২

জুলাই প্রকল্পে হরিলুট

প্রকাশিত: ১৮:০২, ২৭ জুলাই ২০২৫

জুলাই প্রকল্পে হরিলুট

এ এক হরিলুটের বাংলাদেশ। স্বাধীনতার পর গত ৫৪ বছরে প্রতিটি রাজনৈতিক সরকারের আমলেই প্রতিপক্ষ রাজনৈতিক দলগুলো সরকারি দলকে লুটেরা দল হিসেবেই চিহ্নিত করে আসছে। সামরিক সরকার কিংবা অনির্বাচিত অন্তর্বর্তী সরকার, কেউই এই বদনামের হাত থেকে রেহাই পায়নি। সাড়ে পনেরো বছরের ফ্যাসিবাদি জমানার অবসান ঘটেছে প্রায় দুই হাজার ছাত্র-জনতার তরতাজা জীবনের বিনিময়ে। নতুন বাংলাদেশে নতুন উদ্যমে সব কিছুর সংস্কার হয়ে রাষ্ট্র যন্ত্রের মেরামত হবে এমটিই আশা করেছিল দেশের আমজনতা। কিন্তু জনগণের আশায় গুড়েবালি দশা। ২৭ জুলাই প্রকাশিত দৈনিক জনকণ্ঠের লিড নিউজ ‘৯শ’ টাকার পিলার ৪০ হাজার’ জুলাই শহীদ ও আহতদের পরিবারের জন্য আবাসন প্রকল্পে হরিলুট। এ প্রতিবেন থেকে দেশবাসী জানতে পারে, ২৫ লাখ টাকার লিফট ৯২ লাখ, ১২ লাখ টাকার সাবস্টেশন ৬৩ লাখ, মাত্র ৯৫ লাখ টাকার পানির পাম্প সাড়ে ৪ লাখ, নয়শ’ টাকার আরসিসি পিলার ৪০ হাজার টাকা ব্যয় ধরে অন্তর্বর্তী সরকার ৩৬ জুলাই নামে একটি আবাসন প্রকল্প গ্রহণ করেছে শহীদ ও আহত পরিবারের জন্য। আমরা জানতে পারি, এই প্রকল্পে  ৪৫ গুণ বেশি ব্যয়ে সীমানা প্রাচীর, ৪ গুণ বেশি ব্যয়ে কেনা হচ্ছে বেড লিফট, সাবস্টেশন কেনা হচ্ছে পাঁচ গুণ, এমনকি পানির পাম্পও কেনা হয়েছে প্রায় পাঁচ গুণ বেশি দামে। এ যেন সীমাহীন হরিলুটের মহোৎসব। নিঃসন্দেহে জুলাই-আগস্টের শহীদ ও আহত পরিবারের পুনর্বাসনের জন্য ড. ইউনূস সরকারের এ উদ্যোগকে দেশবাসী সাধুবাদ জানিয়েছে। যদি হরিলুটের এই মিছিল চলতে থাকে তবে দেশবাসী আরেকটি পরিবর্তনের জন্য আবার রাজপথে নামবে। দেশে আমরা আর কোনো রক্তপাত চাই না। সরকারের আমলা ও ঠিকাদারদের মাঝে এখনো লুকিয়ে আছে আওয়ামী ফ্যাসিবাদের লুটেরা চরিত্রের জঘন্য শ্রেণির অপশক্তিগুলো, এখনো যদি তাদের কে চিহ্নিত না করে  চরম ও দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনা না যায়, তবে অচিরেই সরকারকে এর খেসারত দিতে হবে। রাষ্ট্রীয় সম্পদের একফোঁটা তছরুফও কাম্য নয়।
জানা যায়, বিগত আওয়ামী সরকারের বিরুদ্ধে ছাত্র-জনতার গনঅভ্যুত্থানে শহীদদের পরিবারকে মানসম্মত আবাসন ব্যবস্থার মাধ্যমে স্বাভাবিক জীবনযাপনে ফিরিয়ে আনতে জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষ ‘৩৬ জুলাই’ নামে এই আবাসন প্রকল্প গ্রহণ করে। কিন্তু যথাযথ নিয়ম-কানুন না মেনেই প্রকল্পটি বাস্তবায়নের প্রচেষ্টা হচ্ছে বলে অভিযোগ উঠেছে।
এতকাল আমরা শুনে এসেছি পুকুর চুরির কথা, এখন এ প্রতিবেদন থেকে যে দৃশ্য ফুটে উঠছে, তাতে যদি বলা হয়, দুর্নীতির সাগর চুরি, তা অত্যুক্তি হবে না। এক বুক আশা নিয়ে, দেশের ১৭ কোটি মানুষের অকুণ্ঠ সমর্থন নিয়ে ছাত্র-জনতা জুলাই-আগস্টের আন্দোলনে নিজেদের বিলীন করে দিয়েছিল। এখনো যদি আওয়ামী ফ্যাসিবাদের ভূত রাষ্ট্রযন্ত্রের রন্ধ্রে রন্ধ্রে ঘাপটি মেরে থাকে, তবে তা হবে শহীদের রক্তের সঙ্গে চরম মাত্রার বিশ্বাসঘাতকতার শামিল। যা দেশের জনগণ কোনোভাবেই মেনে নেবে না।

প্যানেল/মো.

×