ঢাকা, বাংলাদেশ   রোববার ২৭ জুলাই ২০২৫, ১২ শ্রাবণ ১৪৩২

গঙ্গাচড়ায় ধর্মীয় কটূক্তির অভিযোগে যুবক আটক, ভুল বাড়ি ভাঙচুর, আতঙ্কে গ্রাম ছাড়ল বাসিন্দারা

মোঃ শাহজালাল শ্রাবণ, গংগাচড়া, রংপুর

প্রকাশিত: ২০:০৩, ২৭ জুলাই ২০২৫; আপডেট: ২০:০৪, ২৭ জুলাই ২০২৫

গঙ্গাচড়ায় ধর্মীয় কটূক্তির অভিযোগে যুবক আটক, ভুল বাড়ি ভাঙচুর, আতঙ্কে গ্রাম ছাড়ল বাসিন্দারা

ছবি: সংগৃহীত

রংপুরের গঙ্গাচড়া উপজেলায় সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ধর্মীয় কটূক্তির অভিযোগে এক যুবককে আটক করেছে পুলিশ। শনিবার (২৬ জুলাই) সন্ধ্যায় উপজেলার বেতগাড়ি ইউনিয়নের এক গ্রাম থেকে তাকে আটক করা হয়।

তবে আটককৃত যুবকের বাড়ি মনে করে পাশের এলাকা থেকে আসা উত্তেজিত জনতা ভুল করে অন্য এক ব্যক্তির বাড়িতে ভাঙচুর চালায়। পরে ঘটনাস্থলে পুলিশ, সেনাবাহিনী, স্থানীয় প্রশাসন এবং বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।

রোববার সকালে সরেজমিনে গ্রামে গিয়ে দেখা যায়, গ্রামের বেশিরভাগ বাড়িতে তালা ঝুলছে। স্থানীয়রা জানান, ঘটনার পর থেকে গ্রামের পুরুষ সদস্যরা নিরাপত্তার আশঙ্কায় বাড়িছাড়া। আতঙ্কে রাতেই অনেকে গ্রাম ছেড়েছেন।

এক বাসিন্দা জনকণ্ঠকে বলেন, “শনিবার সন্ধ্যায় পুলিশ এক যুবককে আটক করার কিছুক্ষণ পর পাশের গ্রামের কিছু লোকজন এসে স্লোগান দিতে শুরু করে। তাদের হাতে লাঠিসোঁটা ছিল। আমরা আতঙ্কে গ্রাম ছেড়ে পালাই। পরে তারা ওই যুবকের বাড়ি ভেবে আমাদের এক প্রতিবেশীর বাড়িতে হামলা চালায়।”

গঙ্গাচড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল এমরান জনকণ্ঠকে বলেন, “ধর্মীয় কটূক্তির বিষয়ে প্রাথমিক সত্যতা মিলেছে। তবে বিষয়টি আরও তদন্তসাপেক্ষ। আটক যুবকের বিরুদ্ধে থানায় মামলা রুজু করা হয়েছে। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।”

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহমুদ হাসান মৃধা বলেন, “আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে। তদন্ত কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনার জন্য স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিদের সঙ্গে সমন্বয় করা হচ্ছে।”

রিফাত

×