
ছবি: দৈনিক জনকন্ঠ।
কুড়িগ্রামের নাগেশ্বরীতে সেনাবাহিনীর বিশেষ অভিযানে ১০ কেজি গাঁজা ও ১৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে। রোববার (২৭ জুলাই) সকালে উপজেলার ভিতরবন্দ ইউনিয়নের ডিগ্রি কলেজ এলাকার পাশে এ অভিযান চালানো হয়।
গোপন সংবাদের ভিত্তিতে রংপুর ৭২ পদাতিক ব্রিগেডের অধীনস্থ ২২ বীর ব্যাটালিয়নের একটি টহল দল অভিযানে নামে। অভিযানের সময় সেনা সদস্যদের উপস্থিতি টের পেয়ে এক মাদক কারবারি ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। পরে এলাকায় তল্লাশি চালিয়ে মাটিচাপা অবস্থায় রাখা ১০ কেজি গাঁজা ও ১৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
এ বিষয়ে কুড়িগ্রাম সেনা ক্যাম্পের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা মেজর শাহারিয়ার আহাদ বলেন, গোপন তথ্যের ভিত্তিতে আমাদের দল অভিযান পরিচালনা করে মাদক উদ্ধার করেছে। পালিয়ে যাওয়া মাদক কারবারিকে শনাক্ত ও আটকের চেষ্টা চলছে। এমন অভিযান ভবিষ্যতেও চলবে।
সীমান্তঘেঁষা কুড়িগ্রাম জেলার বিভিন্ন এলাকায় মাদক চোরাচালান রোধে সেনাবাহিনী, বিজিবি, পুলিশ ও র্যাব নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে। মাদকের ভয়াবহতা থেকে যুব সমাজকে রক্ষায় সকলকে সচেতন হওয়ার আহ্বান জানিয়েছে সেনাবাহিনী।
মিরাজ খান