ঢাকা, বাংলাদেশ   সোমবার ২৮ জুলাই ২০২৫, ১২ শ্রাবণ ১৪৩২

টঙ্গীতে ড্রেনের ম্যানহোলে পড়ে অজ্ঞাত নারী নিখোঁজ,উদ্ধার অভিযান চলছে

নূরুল ইসলাম তালুকদার, টঙ্গী

প্রকাশিত: ২৩:৩১, ২৭ জুলাই ২০২৫

টঙ্গীতে ড্রেনের ম্যানহোলে পড়ে অজ্ঞাত নারী নিখোঁজ,উদ্ধার অভিযান চলছে

ছবি: টঙ্গীতে ড্রেনের ম্যানহোলে পড়ে অজ্ঞাত নারী নিখোঁজ, উদ্ধার অভিযান চলছে

ঢাকা ময়মনসিংহ মহাসড়কের টঙ্গী হোসেন মার্কেট এলাকায় বিআরটি সড়কের পশ্চিম পাশে থাকা ড্রেনের ম্যানহোলে পড়ে এক অজ্ঞাতনামা নারী নিখোঁজ হয়ে হয়ে গেছে। রবিবার রাতে ঢাকা ইম্পেরিয়াল হাসপাতালের সামনে এ ঘটনা ঘটে।

ঘটনাস্থলে টঙ্গী পশ্চিম থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের একটি টিম উদ্ধার অভিযানে কাজ করছে। টঙ্গী পশ্চিম থানাধীন ঢাকা ইম্পেরিয়াল হাসপাতালের সামনের ফুটপাতে খোলা ম্যানহোলে পড়ে অজ্ঞাত মহিলা পড়ে নিখোঁজ হওয়ায় এলাকাবাসী হাসপাতাল কর্তৃপক্ষকে দুষছেন।

প্রত্যক্ষদর্শীরা বলছেন, ইম্পেরিয়াল হাসপাতালের সামনে থাকা একটি বড় পানি নিষ্কাশনের ড্রেন পার হওয়ার সময় অজ্ঞাতনামা এক মহিলা ড্রেনে পড়ে পানির স্রোতে মুহূর্তে হারিয়ে যান। রাত সাড়ে ১০ টায় এ রিপোর্ট লেখা পর্যন্ত নিখোঁজ হওয়া মহিলার খোঁজ পাওয়া যায়নি। এলাকায় উত্তেজনা বিরাজ করছে।

Mily

×