ঢাকা, বাংলাদেশ   রোববার ২৭ জুলাই ২০২৫, ১২ শ্রাবণ ১৪৩২

দুই বন্ধুর লাশ উদ্ধারের পরের দিন মিললো আরেক বন্ধুর লাশ

নিজস্ব সংবাদদাতা,কালিয়াকৈর,গাজীপুর

প্রকাশিত: ১৮:০৯, ২৭ জুলাই ২০২৫

দুই বন্ধুর লাশ উদ্ধারের পরের দিন মিললো আরেক বন্ধুর লাশ

ছবি: সংগৃহীত

গাজীপুরের কালিয়াকৈরের মকস বিলে বেড়ানোর সময় নৌকা ডুবে তিন বন্ধু নিখোঁজ হয়েছিলেন। নিখোঁজের একদিন পর দুই বন্ধুর লাশ উদ্ধার করে ডুবুরী দল ও ফায়ার সার্ভিস। আর নিখোঁজের তৃতীয় দিন রোববার মিললো তাদের আরেক বন্ধুর অর্ধগলিত লাশ। এলাকাবাসীর সহযোগিতায় নিহতের লাশ উদ্ধার করেছে তার পরিবারের লোকজন। নিহতরা হলেন- ঢাকার সাভারের ধামরাই উপজেলার শিমুলিয়া এলাকার হালিম মিয়ার ছেলে রফিকুল ইসলাম, কালিয়াকৈর উপজেলার সুরিচালা এলাকার মজনু মিয়ার ছেলে শিমুল হোসেন ও একই এলাকার শফিকুল ইসলামের ছেলে মেহেদী হাসান।

 

 

তারা সবাই চলতি বছর এসএসসি পাস করেছিলেন।এলাকাবাসী, নিহতের পরিবার ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, গত শুক্রবার বিকেলে কালিয়াকৈর উপজেলার মকশ বিলে নৌকা ডুবে যায়। ওই সময় পাঁচ বন্ধুর মধ্যে সাকিব হোসেন ও আরাফাত হোসেন নামে দুই বন্ধু সাতার কাটতে থাকলে তাদের উদ্ধার করে এলাকাবাসী। তাদের উদ্ধার করতে পারলেও নৌকা ডুবে নিখোঁজ হন অপর তিন বন্ধু রফিকুল, শিমুল ও মেহেদী। খবর পেয়ে নিখোঁজের একদিন পর তাদের তিন বন্ধুর মধ্যে গত শনিবার সকালে রফিকুল ও বিকেলে শিমুলের লাশ উদ্ধার করে ফায়ার সার্ভিস ও ডুবুরী দল। নিহত ওই দুজনের লাশ তাদের স্বজনদের কাছে হস্তান্তর করা হয়। এরপর রাত হলে ফায়ার সার্ভিস ও ডুবুরী দল উদ্ধার অভিযান বন্ধ করে চলে যায়। কিন্তু নৌকা ডুবে যাওয়ার তৃতীয় দিন রবিবার ভোরে ওই বিলে কচুরীপানার পাশে অর্ধগলিত এক লাশ ভাসতে দেখে এলাকাবাসী।

 

 

 খবর পেয়ে এলাকাবাসীর সহযোগিতার পরিবারের সদস্যরা মেহেদীর লাশ উদ্ধার করে। এদিকে একের পর এক লাশ উদ্ধারে স্বজনদেরআহাজারিতে ভারী হয়ে উঠেছে ঐতিহ্যবাহী মকশ বিলের পরিবেশ।

এ ব্যাপারে স্থানীয় ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আরিফ হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, শনিবার দুইজনের ও রোববার একজনের লাশ উদ্ধার করা হয়েছে। তবে নিহতদের লাশ উদ্ধারের তাদের স্বজনদের কাছে হস্তান্তর করা হয়।

ছামিয়া

×