
ছবি: সংগৃহীত
সেনবাগের কাবিলপুর ও মইজদীপুর গ্রামে ইউপি চেয়ারম্যান ও মেম্বারের বাড়িতে ডাকাতির ঘটনায় আরো দুই ডাকাতকে গ্রেফতার করেছে সেনবাগ থানা পুলিশ। এই নিয়ে চার ডাকাতকে গ্রেপ্তার করলো থানা পুলিশ।
গ্রেপ্তারকৃতরা হচ্ছে: নোয়াখালী সদর উপজেলার নিরঞ্জনপুর গ্রামের সামছুল হকের বাড়ির মজিবুল হক প্রকাশ মুজিবের ছেলে সাইদুল হক প্রকাশ আরিফ (২২) ও লক্ষীপুর জেলার চন্দগঞ্জ উপজেলার সৈয়দপুরের সাহাব উদ্দিন প্রকাশ সিহাব উদ্দিনের ছেলে শাহাদাত হোসেন প্রকাশ মোহন (২৯)। এর আগে সেনবাগ থানা পুলিশ অভিযান চালিয়ে সেনবাগ উপজেলার কাবিলপুর ইউপির ইয়ারপুর গ্রামের মনির উদ্দিন পন্ডিত বাড়ির সিরাজ মিয়ার ছেলে ডাকাত শহীদ মিয়া ও সোনাইমুড়ী উপজেলার বজরা থেকে ডাকাত দ্বীন ইসলাম প্রকাশ স্বপনকে গ্রেপ্তার করে। এসময় তাদের নিকট থেকে ডাকাতিকালে লুন্ঠিত ৯০ হাজার টাকা ও ডাকাতির কাজের ব্যবহৃত বেশ দেশীয় অস্ত্র ও ডাতাতির সরঞ্জাম উদ্ধার করে।
এরপর গ্রেপ্তারকৃত ডাকাতদের আদালতে প্রেরন করলে তারা বিজ্ঞ আদালতে ডাকাতির ঘটনায় জড়িত মর্মে ফৌজদারী কার্যবিধি ১৬৪ ধারা অনুযায়ী স্বীকারোক্তিমূলক জবানবন্দী দিয়েছেন।
এরপর তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে শনিবার দিবাগত রাতে অভিযান চালিয়ে সাইদুল হক আরিফ ও শাহাদাত হোসেন মোহনকে গ্রেপ্তার করে।
গ্রেফতারকৃত আসামীদ্বয়কে প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা বেগমগঞ্জ থানাধীন চয়ানি এলাকায় সংঘটিত ডাকাতির ঘটনার সাথে সরাসরি জড়িত থাকার কথা স্বীকার করে। তাদের প্রত্যেকের নামে ১০ টির অধিক করে চুরি ও ডাকাতি মামলা বিচারাধীন রয়েছে।
অত্র ডাকাতির ঘটনায় লুন্ঠিত সকল মালামাল উদ্ধার এবং ঘটনার সাথে জড়িত সকল আসামীদের সনাক্ত পূর্বক গ্রেপ্তারকৃত আসামীদ্বয়কে নিবিড় জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ রিমান্ডের আবেদন প্রেরণ করা হইতেছে।
রিফাত