ঢাকা, বাংলাদেশ   রোববার ২৭ জুলাই ২০২৫, ১২ শ্রাবণ ১৪৩২

আমরা অন্তর্ভুক্তিমূলক সকল সম্প্রদায়ের বাংলাদেশ গড়তে চাই - নাহিদ ইসলাম

নিজস্ব সংবাদদাতা, কমলগঞ্জ

প্রকাশিত: ২৩:৩৫, ২৬ জুলাই ২০২৫

আমরা অন্তর্ভুক্তিমূলক সকল সম্প্রদায়ের বাংলাদেশ গড়তে চাই - নাহিদ ইসলাম

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর নেতাকর্মীদের সাথে মতবিনিময় সভায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি)'র আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, আমরা অন্তর্ভুক্তিমূলক সকল সম্প্রদায়ের বাংলাদেশ গড়তে চাই।তিনি বলেন, গত ৫০ বছরে দেশে অনেক রাজনৈতিক দল দেখেছেন,তবে ২৪ এর গণঅভ্যুত্থান বাংলাদেশের ইতিহাসে একটি বিশেষ ঘটনা । আমরা যারা তরুণরা নতুন দল গঠন করেছি আপনারা আমাদের উপর আস্থা রাখুন।মতবিনিময় সভায় নাহিদ ইসলাম বলেন,আমরা রাজপথ থেকে উঠা আসা দল। আমরা জুলাই পদযাত্রা নিয়ে প্রতিটি জেলায় যাচ্ছি। সারা দেশব্যাপী পদযাত্রা শুরু করেছি। আজ মৌলভীবাজারে আমাদের কর্মসূচি ছিল। যাত্রাপথে আপনাদের কথা শোনার জন্য এসেছি।


তিনি বলেন,মৌলভীবাজারে তথা পুরো সিলেটের অনেক ভাষা ও সংস্কৃতি রয়েছে। সিলেট আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আজ এখানে আমরা খুব অল্প পরিসরে বসেছি,ভবিষ্যতে আমরা আপনাদের পাড়া মহল্লায় পৌছাতে চাই। আমরা বৃহত্তর  সিলেট অঞ্চলে সাংস্কৃতিক ও কূটনৈতিক কেন্দ্র গড়তে চাই। আমরা সব জায়গায় যাচ্ছি ও নতুন রাজনৈতিক দল হিসেবে জনগণের জন্য আমাদের যে ইশতেহার করতেছি,সেখানে আমাদের যে জাতিসত্তা রয়েছে সবার দাবি গুলো আমরা ইশেতহার হিসেবে ৩রা আগস্ট কেন্দ্রীয় শহীদ মিনারে ঘোষণা করতে চাচ্ছি।


এনসিপি'র আহ্বায়ক বলেন,আপনাদের প্রতি আহ্বান থাকবে যে,নতুন বাংলাদেশের আকাঙ্ক্ষাতে গতবছর জুলাই মাসে সবাই রাজপথে নেমে এসেছিলেন, বিগত কয়েক বছরে আমরা দেশটাকে গড়তে পারিনি, আমাদের স্বপ্ন বাস্তবায়ন করতে পারিনি এবার সুযোগ এসেছে আমরা সেই বাংলাদেশ গড়তে চাই। যেখানে আমাদের সকল জাতিসত্তার কণ্ঠস্বর থাকবে। আমরা আমাদের জায়গা থেকে চেষ্টা করছি বাংলাদেশের মানুষের জন্য কিছু করার,নতুন বাংলাদেশ গড়ার স্বপ্নে আপনাদের সকলের সহযোগিতা কামনা করি।
শনিবার (২৬ জুলাই) দুপুরে শ্রীমঙ্গল শহরের মহসিন অডিটোরিয়ামের কনফারেন্স রুমে  মতবিনিময় সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, এনসিপি'র মুখ্য সংগঠক নাসির উদ্দীন পাটোয়ারী, যুগ্ম আহ্বায়ক অর্পিতা শ্যামা দেব, অনিক রায়, সদস্য সচিব আক্তার হোসেন, যুগ্ন সদস্য সচিব প্রীতম দাশ।


এছাড়াও মতবিনিময় সভায় বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক নৃপেন পাল, চা জনগোষ্ঠী আদিবাসী ফোরামের সভাপতি পরিমল সিং বাড়াইক, খাসি জনগোষ্ঠীর নেতা জিডিসন প্রধান সুচিয়াং, মনিপুরী জনগোষ্ঠীর নেতা হিরন্ময় সিংহ সহ বিভিন্ন উপজেলার চা শ্রমিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

আঁখি

×