ঢাকা, বাংলাদেশ   রোববার ২৭ জুলাই ২০২৫, ১২ শ্রাবণ ১৪৩২

আখাউড়ায় ট্রেনের পার্সেল বগি থেকে ১৫ লাখ টাকার ভারতীয় থ্রি-পিস উদ্ধার

মো. সাইফুল ইসলাম, আখাউড়া, ব্রাহ্মণবাড়িয়া

প্রকাশিত: ১০:৪৫, ২৭ জুলাই ২০২৫

আখাউড়ায় ট্রেনের পার্সেল বগি থেকে ১৫ লাখ টাকার ভারতীয় থ্রি-পিস উদ্ধার

ছবি: জনকণ্ঠ

রেলওয়ে পুলিশের বিশেষ অভিযানে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় ট্রেনের পার্সেল বগি থেকে চোরাচালানকৃত ভারতীয় ৩০০ (তিনশত) পিস থ্রি-পিস উদ্ধার করা হয়েছে। রোববার সকালে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছেন আখাউড়া রেলওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) এস. এম. শফিকুল ইসলাম।

এর আগে, শনিবার বিকেল সাড়ে ৪টার দিকে আখাউড়া রেলওয়ে স্টেশনের ১ নম্বর প্ল্যাটফর্মে এ অভিযান পরিচালিত হয়। অভিযানের সময় সিলেট থেকে ঢাকাগামী সুরমা মেইল ট্রেনের পার্সেল বগির ভেতর থেকে সন্দেহভাজন পণ্যের সন্ধান পায় রেলওয়ে পুলিশ। প্যাকেটগুলো খুলে দেখা হলে তাতে ভারতীয় তৈরি ৩০০ পিস থ্রি-পিস পাওয়া যায়, যার বাজারমূল্য প্রায় ১৫ লাখ টাকা।

রেলওয়ে পুলিশ জানায়, এসব পণ্য অবৈধ পথে বাংলাদেশে প্রবেশ করে ট্রেনের মাধ্যমে পাচার করা হচ্ছিল। এ ঘটনায় আখাউড়া রেলওয়ে থানায় একটি চোরাচালান মামলা দায়ের করা হয়েছে।

তবে এখনো এ ঘটনার সঙ্গে জড়িতদের বিস্তারিত পরিচয় জানা যায়নি। প্রাথমিকভাবে তিনজন সন্দেহভাজনের নাম পাওয়া গেছে—সৌরভ, সহিদুল ও বিপ্লব। তবে তাদের নাম, ঠিকানা ও জেলা সম্পর্কে কোনো সুনির্দিষ্ট তথ্য মেলেনি।

ওসি এস. এম. শফিকুল ইসলাম জানান, রেলপথকে চোরাচালানমুক্ত রাখতে রেলওয়ে পুলিশের নিয়মিত অভিযানের অংশ হিসেবে এই অভিযান পরিচালিত হয়েছে। ভবিষ্যতেও এমন অভিযান অব্যাহত থাকবে।

মুমু ২

×