ঢাকা, বাংলাদেশ   রোববার ২৭ জুলাই ২০২৫, ১২ শ্রাবণ ১৪৩২

বাউফলে নিখোঁজ জেলের লাশ উদ্ধার

নিজস্ব সংবাদদাতা, বাউফল, পটুয়াখালী

প্রকাশিত: ১২:৪৫, ২৭ জুলাই ২০২৫

বাউফলে নিখোঁজ জেলের লাশ উদ্ধার

ছবিঃ সংগৃহীত

নিখোঁজের তিন দিন পর ইমরান শরীফ (২২) নামের এক জেলের লাশ উদ্ধার করা হয়েছে। আজ রবিবার ভোররাতে বাউফলের তেঁতুলিয়া নদীর কচুয়া মুন্সী বাড়ির কাছ থেকে ভাসমান অবস্থায় তার লাশ উদ্ধার করা হয়। 

লাশ উদ্ধারের সত্যতা নিশ্চিত করে ইমরান শরীফের চাচা চন্দ্রদ্বীপের ১ নম্বর ওয়ার্ডের রায়সাহেব এলাকার সাবেক মেম্বর আব্দুস ছালাম শরীফ জানায়, ইমরান নিখোঁজ হওয়ার তিন দিন পরে তেঁতুলিয়া নদীর মুন্সী বাড়ির কাছে তার লাশ ভাসতে দেখে পরিবারের লোকজন। লাশ কিছুটা বিকৃত অবস্থায় ছিল। 

ইমরানের বাড়ি চন্দ্রদ্বীপ ইউনিয়নের চর রায়সাহেব গ্রামে। তার বাবার  নাম মনির শরীফ। বাউফল থানার ওসি ( তদন্ত) আতিকুল ইসলাম বলেন,এ বিষয়ে  ইমরানের স্বজনদের কোন অভিযোগ না থাকায়  আইনী প্রক্রিয়া নেয়া হয়নি।
 

নোভা

×