
ছবি: সংগৃহীত
যদি শুনতে পান বিশ্বের অন্যতম সেরা ধনী বিল গেটস একদিনের জন্য কারও প্রতিষ্ঠানে কাজ করেছেন—তাও আবার কর্মচারী হিসেবে—তবে কি আপনি বিস্মিত হবেন?
হয়তো শুনতে অবাক লাগলেও, বাস্তবে এমনই এক নজির স্থাপন করেছেন মাইক্রোসফটের সহপ্রতিষ্ঠাতা ও প্রযুক্তি জগতের জীবন্ত কিংবদন্তি বিল গেটস। তিনি একদিনের জন্য কাজ করেছেন তার ছোট মেয়ে ফোবি গেটসের প্রতিষ্ঠানে।
ফোবি গেটসের নতুন স্টার্টআপ ‘ফিয়া’ একটি এআই-নির্ভর অনলাইন ফ্যাশন শপিং প্ল্যাটফর্ম, যেখানে গ্রাহকসেবা দলের অংশ হিসেবে একদিন কাজ করার সিদ্ধান্ত নেন বিল গেটস। মেয়ের প্রতি তার ভালোবাসা, এবং উদ্যোক্তা হিসেবে মেয়ের পাশে দাঁড়ানোর মানসিকতা দেখে নেটিজেনরা বিস্মিত এবং মুগ্ধ।
স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী থাকাকালীন ফোবি গেটস ও তার রুমমেট সোফিয়া কিয়ানি মিলে প্ল্যাটফর্মটি তৈরি করেন। ফিয়া ব্যবহারকারীদের পছন্দ অনুযায়ী এআই প্রযুক্তির মাধ্যমে দ্রুত ও সহজ ফ্যাশন সাজেশন দেয়। হাজার হাজার অনলাইন শপ থেকে পণ্যের দাম তুলনা করে ব্যবহারকারীরা এখানেই সেরা বিকল্পটি খুঁজে নিতে পারেন।
বিল গেটস নিজেই তার লিংকডইন অ্যাকাউন্টে লেখেন, "একটি ব্যবসা চালাতে হলে প্রথমেই বুঝতে হয় গ্রাহক কীভাবে চিন্তা করে। এজন্য আমি ফিয়ার গ্রাহকসেবা দলে একদিন কাজ করার সিদ্ধান্ত নিয়েছি। কারণ, বাস্তব ব্যবহারকারীদের কাছ থেকে সরাসরি ফিডব্যাক পাওয়া হলো সবচেয়ে কার্যকর শিক্ষার উপায়।"
বিশ্বজুড়ে দাতব্য কার্যক্রম ও গবেষণায় কোটি কোটি ডলার ব্যয় করলেও, মেয়ের এই স্টার্টআপে তিনি আর্থিক বিনিয়োগ করেননি। বরং দিয়েছেন দিকনির্দেশনা, নিজের অভিজ্ঞতা এবং অকুণ্ঠ উৎসাহ।
শুধু ফোবির জন্য নয়, বিল গেটসের এই অনুপ্রেরণামূলক পদক্ষেপ আগামী দিনের তরুণ উদ্যোক্তাদের বাস্তব অভিজ্ঞতা অর্জনের পথে অপার উৎসাহ জোগাবে—এমনটাই মনে করছেন প্রযুক্তি বিশ্লেষকরা।
শেখ ফরিদ