ঢাকা, বাংলাদেশ   রোববার ২৭ জুলাই ২০২৫, ১২ শ্রাবণ ১৪৩২

গাজায় প্রতিদিন ১০ ঘণ্টা যুদ্ধবিরতি! নতুন কী সিদ্ধান্ত নিল ইসরায়েল?

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ১৩:২৭, ২৭ জুলাই ২০২৫; আপডেট: ১৩:৫৫, ২৭ জুলাই ২০২৫

গাজায় প্রতিদিন ১০ ঘণ্টা যুদ্ধবিরতি! নতুন কী সিদ্ধান্ত নিল ইসরায়েল?

ছবি: সংগৃহীত

ইসরায়েলি সেনাবাহিনী রবিবার (২৭ জুলাই) ঘোষণা করেছে, গাজার তিনটি এলাকায় প্রতিদিন ১০ ঘণ্টার জন্য সাময়িক যুদ্ধবিরতি দেওয়া হবে। এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে ক্রমবর্ধমান মানবিক সংকটের মুখে কিছুটা সহায়তা পৌঁছানোর জন্য।

সেনাবাহিনী জানিয়েছে, গাজার মুওয়াসি, দেইর আল-বালাহ এবং গাজা শহর—এই তিন জায়গায় প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত এই 'ট্যাকটিক্যাল পজ' বা সাময়িক বিরতি চলবে। এই এলাকাগুলিতে বর্তমানে সেনাবাহিনীর সরাসরি কোনো অভিযান না থাকলেও, বিগত কয়েক সপ্তাহে এখানে ব্যাপক বিমান হামলা হয়েছে।

সেনাবাহিনীর বিবৃতিতে জানানো হয়েছে, তারা নির্দিষ্ট কিছু নিরাপদ রুট চিহ্নিত করবে যার মাধ্যমে মানবিক সাহায্য সংস্থাগুলো খাবার, ওষুধ ও প্রয়োজনীয় সামগ্রী সরবরাহ করতে পারবে পুরো গাজা অঞ্চলে।

গত কয়েক মাস ধরেই আন্তর্জাতিক বিশেষজ্ঞরা গাজায় দুর্ভিক্ষের হুমকির বিষয়ে সতর্ক করে আসছেন। ইসরায়েলি বাধার কারণে মানবিক সহায়তা যথাসময়ে পৌঁছাতে না পারায় পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে উঠেছে। এমনকি ইসরায়েলের ঘনিষ্ঠ মিত্র দেশগুলোও সাম্প্রতিক সময়ের মানবিক বিপর্যয় নিয়ে তীব্র সমালোচনা করছে।

উল্লেখযোগ্যভাবে, গত কিছু সপ্তাহে খাদ্য সংগ্রহ করতে গিয়ে শত শত ফিলিস্তিনি নিহত হয়েছেন। এসব ঘটনার প্রেক্ষিতেই আন্তর্জাতিক চাপ বেড়েছে।

শনিবার ইসরায়েলি সেনাবাহিনী আরও জানায়, তারা আবারও আকাশপথে সাহায্য ফেলা শুরু করবে, যেন ক্ষুধার্ত গাজাবাসীদের কাছে অন্তত কিছু খাবার পৌঁছায়।

তবে সেনাবাহিনী স্পষ্ট করে বলেছে, এই মানবিক পদক্ষেপগুলোর মধ্যেও গাজার ভিতরে হামাস ও অন্যান্য সন্ত্রাসী গোষ্ঠীর বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।

মুমু ২

×