
ছবি: সংগৃহীত
ফ্রান্সের তরফে একটি বিতর্কিত ঘটনার তদন্ত শুরু হয়েছে। একটি ফ্লাইট থেকে ইহুদি তরুণদের তাদের ধর্মীয় পরিচয়ের কারণে নামিয়ে দেওয়া হয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে দেশটিতে। ঘটনাটি ঘটে স্পেনের ভ্যালেন্সিয়া শহর থেকে প্যারিসগামী ভুয়িং (Vueling) এয়ারলাইন্সের একটি বিমানে।
ফরাসি পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, ফ্রান্সের ইউরোপ ও বৈদেশিক সম্পর্ক বিষয়ক মন্ত্রী জঁ-নোয়েল বারো (Jean-Noel Barrot) ভুয়িংয়ের সিইও ক্যারোলিনা মার্তিনোলিকে ফোন করে এই ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন। তিনি জানতে চান, এই তরুণ ফরাসি ইহুদিদের বিমান থেকে নামিয়ে দেওয়া হয়েছিল কি না ধর্মের কারণে। একইসঙ্গে তিনি স্পেনে নিযুক্ত ফরাসি রাষ্ট্রদূতের সঙ্গেও যোগাযোগ করেন এ বিষয়ে।
ঘটনাটি বুধবার (২৩ জুলাই) ঘটে, যখন ৪৪ জন অপ্রাপ্তবয়স্ক এবং ৮ জন প্রাপ্তবয়স্ক ফরাসি নাগরিককে ফ্লাইট V8166 থেকে নামিয়ে দেওয়া হয়। যদিও এয়ারলাইন্সের দাবি, যাত্রীদের ধর্মীয় পরিচয়ের কারণে নয়, বরং বিমানের জরুরি সরঞ্জাম নিয়ে খেলাধুলা এবং নিরাপত্তা নির্দেশনা উপেক্ষা করায় তাদের নামানো হয়।
ভুয়িং-এর একজন মুখপাত্র জানান, ওই অপ্রাপ্তবয়স্করা একাধিকবার বিমানের জরুরি যন্ত্রপাতিতে হাত দিচ্ছিল এবং কেবিন ক্রুদের নির্দেশনা উপেক্ষা করছিল। পরিস্থিতি সামাল দিতে বিমানের ক্যাপ্টেন স্পেনের ভ্যালেন্সিয়ার মানিসেস বিমানবন্দরে তাদের নামিয়ে দেওয়ার নির্দেশ দেন।
স্পেনের সিভিল গার্ড জানায়, যাত্রীদের ধর্মীয় পরিচয় তাদের জানা ছিল না। তবু ঘটনাটি ঘিরে নানা বিতর্ক দেখা দেয়, বিশেষ করে যখন কিছু ইসরায়েলি গণমাধ্যম ও এক মন্ত্রী দাবি করেন, যাত্রীরা ইহুদি হওয়ায় তাদের লক্ষ্যবস্তু করা হয়েছে।
বৃহস্পতিবার স্পেনের ইহুদি সম্প্রদায়ের ফেডারেশন এই ঘটনার নিন্দা জানিয়ে ভুয়িংকে আহ্বান জানায়, যেন তারা ঘটনার ভিডিও ফুটেজ বা নথিপত্র প্রকাশ করে প্রকৃত ঘটনা ব্যাখ্যা করে।
এদিকে ভুয়িং সিইও আশ্বাস দিয়েছেন, বিষয়টি নিয়ে ভেতর থেকে পূর্ণাঙ্গ তদন্ত চলছে এবং তার ফল ফরাসি ও স্পেনিশ কর্তৃপক্ষকে জানানো হবে।
মুমু ২