
ছবি: সংগৃহীত
২০২১ থেকে ২০২৪ সাল পর্যন্ত ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বিদেশ ভ্রমণে প্রায় ২৯৫ কোটি রুপি খরচ করেছে দেশটির কেন্দ্রীয় সরকার। এছাড়া চলতি বছর মোদির যুক্তরাষ্ট্র ও ফ্রান্সসহ পাঁচটি দেশ সফরে খরচ হয়েছে ৬৭ কোটি রুপিরও বেশি।
বৃহস্পতিবার (২৪ জুলাই) রাজ্যসভায় তৃণমূল কংগ্রেসের সাংসদ ডেরেক ও'ব্রায়েনের প্রশ্নের লিখিত জবাবে কেন্দ্রীয় পররাষ্ট্র প্রতিমন্ত্রী কীর্তি বর্ধন সিং এ তথ্য জানান।
তিনি জানান, মোদির এই সফরগুলোর মধ্যে সবচেয়ে ব্যয়বহুল ছিল ফ্রান্স, যার খরচ ছিল ২৫ কোটি রুপিরও বেশি এবং ২০২৩ সালের জুনে মোদির যুক্তরাষ্ট্র সফরে ব্যয় হয়েছিল ২২ কোটি রুপি।
এর আগে গত ২০ মার্চ রাজ্যসভায় পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক তথ্য বিবরণীতে বলা হয়েছিল, ২০২২ সালের মে থেকে ২০২৪ সালের ডিসেম্বরের মধ্যে প্রধানমন্ত্রী মোদির ৩৮টি বিদেশ সফরে প্রায় ২৫৮ কোটি রুপি খরচ হয়েছে।
এছাড়া ২০২৫ সালে, প্রধানমন্ত্রী মোদি ১০-১৩ ফেব্রুয়ারি ফ্রান্স এবং যুক্তরাষ্ট্র ভ্রমণ করেছিলেন। প্যারিসে তিনি ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁর সঙ্গে দ্বিপাক্ষিক আলোচনা করেন এবং একটি এআই শীর্ষ সম্মেলনে যোগ দেন। সেখান থেকে যুক্তরাষ্ট্রে গিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে দেখা ও আলোচনা করেন।
২০২৫ সালে প্রধানমন্ত্রী মোদি যে পাঁচটি দেশ সফর করেছিলেন তার দেশভিত্তিক পরিসংখ্যান হল-- ফ্রান্স: ২৫ কোটি ৫৯ লাখ ৮২ হাজার ৯০২ রুপি, যুক্তরাষ্ট্র: ১৬ কোটি ৫৪ লাখ ৮৪ হাজার ৩০২ রুপি, থাইল্যান্ড: ৪ কোটি ৯২ লাখ ৮১ হাজার ২০৮ রুপি, শ্রীলঙ্কা: ৪ কোটি ৪৬ লাখ ২১ হাজার ৬৯০ রুপি এবং সৌদি আরবে খরচ হয় ১৫ কোটি ৫৪ লাখ ৩ হাজার ৭৯২ রুপি।
পূর্ববর্তী চার বছরের মোট পরিসংখ্যান: ২০২৪ সালে রাশিয়া, ইউক্রেন, যুক্তরাষ্ট্র এবং ব্রাজিলসহ ১৬টি দেশে প্রায় ১০৯ কোটি রুপি, ২০২৩ সালে প্রায় ৯৩ কোটি রুপি, ২০২২ সালে ৫৫.৮২ কোটি রুপি এবং ২০২১ সালে প্রায় ৩৬ কোটি রুপি।
২০২১ সালের শুরুতে বাংলাদেশ সফর করেছিলেন মোদি, এতে খরচ হয় ১ কোটি ৭১ হাজার ২৮৮ রুপি।
মুমু ২