ঢাকা, বাংলাদেশ   রোববার ২৭ জুলাই ২০২৫, ১২ শ্রাবণ ১৪৩২

এক কামড়ে কতটুকু রক্ত খায় মশা? কেনইবা রক্ত এত পছন্দ তাদের, জানলে চমকে যাবেন!

প্রকাশিত: ১৪:৫৪, ২৭ জুলাই ২০২৫; আপডেট: ১৪:৫৬, ২৭ জুলাই ২০২৫

এক কামড়ে কতটুকু রক্ত খায় মশা? কেনইবা রক্ত এত পছন্দ তাদের, জানলে চমকে যাবেন!

ছবি: সংগৃহীত।

এই মৌসুমে মশার উৎপাত যেন চরমে। কিন্তু কখনও কি ভেবে দেখেছেন, এই ক্ষুদ্র পোকাটি একবার কামড়ে ঠিক কতটা রক্ত খায়? কিংবা কেনই বা তারা মানুষের রক্ত এতটা পছন্দ করে?

বিজ্ঞান বলছে, একটি স্ত্রী মশা একবার কামড়ে প্রায় ০.০০৩ মি.লি. (৩ মাইক্রোলিটার) রক্ত শোষণ করতে পারে। যদিও শুনতে খুবই অল্প মনে হয়, কিন্তু একটি মশা দিনে একাধিকবার রক্ত খেতে পারে। যদি একটি ঘরে বহু মশা থাকে, তবে সম্মিলিতভাবে তারা উল্লেখযোগ্য পরিমাণ রক্ত শোষণ করতে সক্ষম - যা মানবদেহে অস্বস্তি, চুলকানি ও রোগ সংক্রমণের কারণ হতে পারে।

মশা কি সব সময় রক্ত খায়?
না, কেবল স্ত্রী মশারাই রক্ত খায়, তাও শুধুমাত্র ডিম পাড়ার জন্য প্রয়োজনীয় প্রোটিন সংগ্রহ করতে। পুরুষ মশারা ফুলের মধু বা গাছের রস খেয়েই বাঁচে। অর্থাৎ, মানুষের রক্ত হচ্ছে স্ত্রী মশার জন্য ডিম উৎপাদনের জ্বালানি!

কেন আমাদের রক্ত এত প্রিয় তাদের?

মানবদেহ থেকে নির্গত কার্বন ডাই-অক্সাইড, ঘাম, শরীরের তাপমাত্রা ও ত্বকের গন্ধ মশাকে আকর্ষণ করে। বিশেষ করে যাদের শরীরে বেশি ঘাম বা গন্ধ রয়েছে, তাদের দিকে মশা বেশি ঝুঁকে পড়ে। এছাড়া গর্ভবতী নারী ও রক্তে ও-গ্রুপের ব্যক্তিদের প্রতি মশার আকর্ষণ বেশি বলে বিভিন্ন গবেষণায় জানা গেছে।

শুধু কামড় নয়, রোগও ছড়ায়

মশার কামড় শুধু বিরক্তিকরই নয়, প্রাণঘাতীও হতে পারে। ডেঙ্গু, ম্যালেরিয়া, চিকুনগুনিয়া, জিকা ভাইরাসসহ বহু মারাত্মক রোগ মশার মাধ্যমেই ছড়ায়। বিশ্ব স্বাস্থ্য সংস্থার হিসেব অনুযায়ী, প্রতি বছর প্রায় ৭ লাখ মানুষ মশাবাহিত রোগে মারা যায়।

তাহলে করণীয় কী?
ঘুমানোর সময় মশারি ব্যবহার করুন, ঘর পরিষ্কার ও জল জমতে দেবেন না, বডি স্প্রে বা মশা নিরোধক লোশন ব্যবহার করুন, সন্ধ্যা ও ভোরবেলা বেশি সতর্ক থাকুন।

এই ক্ষুদ্র পোকাটি যেমন উপেক্ষাযোগ্য নয়, তেমনি সচেতনতাই হতে পারে আত্মরক্ষার মূল হাতিয়ার। তাই মশার বিরুদ্ধে লড়াইয়ে শুরু হোক আপনার বাড়ি থেকেই!

মিরাজ খান

×