ঢাকা, বাংলাদেশ   রোববার ২৭ জুলাই ২০২৫, ১২ শ্রাবণ ১৪৩২

যে কারণে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও কানাডায় ভারতীয় শিক্ষার্থীর সংখ্যা

প্রকাশিত: ১৫:১৫, ২৭ জুলাই ২০২৫; আপডেট: ১৫:১৬, ২৭ জুলাই ২০২৫

যে কারণে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও কানাডায় ভারতীয় শিক্ষার্থীর সংখ্যা

যে কারণে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও কানাডায় ভারতীয় শিক্ষার্থীর সংখ্যা

পশ্চিমা দেশগুলোর প্রতি ভারতীয় শিক্ষার্থীদের আগ্রহে বড় ধরনের পরিবর্তন দেখা গেছে। 

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাম্প্রতিক তথ্য অনুযায়ী, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও কানাডায় শিক্ষার্থী পাঠানোর হার উল্লেখযোগ্যভাবে কমেছে। অন্যদিকে বাংলাদেশ, রাশিয়া, সিঙ্গাপুর ও উজবেকিস্তানের মতো দেশের প্রতি আগ্রহ বেড়েছে।

বিদেশে উচ্চশিক্ষা নিতে যাওয়া ভারতীয় শিক্ষার্থীর সংখ্যা ২০২৩ সালে ছিল ৮ লাখ ৯২ হাজার, যা ২০২৪ সালে কমে দাঁড়িয়েছে ৭ লাখ ৫৯ হাজারে। কূটনৈতিক টানাপোড়েনের জেরে কানাডায় সবচেয়ে বড় ধস দেখা গেছে।কানাডায় ২০২৩ সালে উচ্চশিক্ষার জন্য গিয়েছিল ২ লাখ ৩৩ হাজার ৫৩২ ভারতীয় শিক্ষার্থী, যা ২০২৪ সালে কমে দাঁড়ায় ১ লাখ ৩৭ হাজার ৬০৮ জনে। অর্থাৎ এক বছরে শিক্ষার্থীর সংখ্যা ৪১ শতাংশ কমে গেছে। খবর ভারতীয় সংবাদমাধ্যম বিজনেস টুডের। 

২০২৩ সালে যুক্তরাষ্ট্রে গিয়েছিল ২ লাখ ৩৪ হাজারের বেশি ভারতীয় শিক্ষার্থী, যা ২০২৪ সালে কমে প্রায় ২ লাখ ৪ হাজার জনে দাঁড়ায়। ২০২৩ সালে যুক্তরাজ্যে গিয়েছিল এক লাখ ৩৬ হাজার ভারতীয় শিক্ষার্থী, যা ২০২৪ সালে কমে ৯৮ হাজার জনে নেমে আসে।

বাংলাদেশ ও অন্যান্য দেশে ভারতীয় শিক্ষার্থীর সংখ্যা বেড়েছে। ২০২৩ সালে বাংলাদেশে যান ২০ হাজার ৩৬৮ জন ভারতীয় শিক্ষার্থী, যা ২০২৪ সালে বেড়ে দাঁড়ায় ২৯ হাজার ২৩২ জনে। এটি একটি উল্লেখযোগ্য বৃদ্ধি। ২০২৩ সালে রাশিয়ায় উচ্চশিক্ষার জন্য পাড়ি জমিয়েছিল ২৫ হাজার ৫০৩ জন ভারতীয় শিক্ষার্থী, যা ২০২৪ সালে বেড়ে হয় ৩১ হাজার ৪৪৪ জন। 

২০২৩ সালে উজবেকিস্তানে যার ৬ হাজার ৬০১ শিক্ষার্থী, ২০২৪ সালে সেই সংখ্যা বেড়ে হয় ৯ হাজার ৯১৫ জন।২০২৩ সালে সিঙ্গাপুরে উচ্চশিক্ষার জন্য যান ১২ হাজার ভারতীয় শিক্ষার্থী, যা ২০২৪ সালে বেড়ে হয় ১৪ হাজারের বেশি।এই পরিসংখ্যানগুলো প্রমাণ করে যে ২০২৪ সালে ভারতীয় শিক্ষার্থীদের গন্তব্য নির্বাচনে উল্লেখযোগ্য পরিবর্তন এসেছে।

বিশেষজ্ঞরা বলছেন, পশ্চিমা দেশগুলোর ভিসা জটিলতা, অভিবাসন নীতির কঠোরতা এবং ভূরাজনৈতিক অনিশ্চয়তা ভারতীয় শিক্ষার্থীদের অন্য গন্তব্যে ঝুঁকতে বাধ্য করছে। অন্যদিকে, বাংলাদেশ ও রাশিয়ার মতো দেশে কম খরচে মেডিকেল ও টেকনিক্যাল শিক্ষার সুযোগ, সহজ ভিসা প্রক্রিয়া এবং গন্তব্যের নিরাপত্তা এসব দেশে শিক্ষার্থীদের আগ্রহ বাড়াচ্ছে। 

 
 

তাসমিম

×