ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৬ জুলাই ২০২৫, ১১ শ্রাবণ ১৪৩২

মাস্কের এক নির্দেশেই অচল স্টারলিংক, ইউক্রেনীয় ড্রোন ও কামান অন্ধ!

প্রকাশিত: ১৯:০৫, ২৫ জুলাই ২০২৫

মাস্কের এক নির্দেশেই অচল স্টারলিংক, ইউক্রেনীয় ড্রোন ও কামান অন্ধ!

ছবি: সংগৃহীত।

২০২২ সালের সেপ্টেম্বরের শেষদিকে, রাশিয়ার দখল থেকে ভূখণ্ড পুনরুদ্ধারে ইউক্রেনের একটি গুরুত্বপূর্ণ অভিযানের সময়, ইলন মাস্ক এমন একটি নির্দেশ দেন যা ওই প্রতিআক্রমণ ব্যাহত করে এবং স্টারলিংক-এর ওপর ইউক্রেনের আস্থা নষ্ট করে দেয়। যুদ্ধের শুরুতে ইউক্রেনের সেনাবাহিনীকে যুদ্ধক্ষেত্রে যোগাযোগ বজায় রাখতে সহায়তা করার জন্য মাস্ক এই স্যাটেলাইট ইন্টারনেট সেবা সরবরাহ করেছিলেন।

ঘটনার সঙ্গে জড়িত তিনজন সূত্র জানায়, মাস্ক ক্যালিফোর্নিয়ার স্পেসএক্স অফিসে এক শীর্ষ প্রকৌশলীকে নির্দেশ দেন স্টারলিংক-এর কাভারেজ খেরসনসহ এমন সব এলাকায় বন্ধ করতে, যেগুলো ইউক্রেন পুনরুদ্ধার করার চেষ্টা করছিল। খেরসন হলো ব্ল্যাক সি-এর উত্তরে একটি কৌশলগত এলাকা।

“আমাদের এটা করতেই হবে,” সহকর্মীদের বলেছিলেন স্টারলিংক প্রকৌশলী মাইকেল নিকলস — এমনটাই জানিয়েছেন সূত্রগুলোর একজন। এরপর স্টাফরা অন্তত ১০০টি স্টারলিংক টার্মিনালের সংযোগ বিচ্ছিন্ন করেন। কোম্পানির অভ্যন্তরীণ ম্যাপে ছয়কোনা আকারের ওই টার্মিনালগুলো অন্ধকার হয়ে যায়। এর প্রভাব পড়ে দোনেৎস্কের মতো আরও কয়েকটি রুশ-নিয়ন্ত্রিত এলাকায়।

এই নির্দেশে ইউক্রেনীয় সেনারা হঠাৎ যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে — জানায় এক সামরিক কর্মকর্তা, একজন সামরিক উপদেষ্টা ও আরও দুই ব্যক্তি, যারা যুদ্ধক্ষেত্রে স্টারলিংক বিভ্রাট প্রত্যক্ষ করেন। সেনারা আতঙ্কিত হয়ে পড়ে, রুশ বাহিনী নজরদারি করা ড্রোন বন্ধ হয়ে যায় এবং দূরপাল্লার কামানগুলো লক্ষ্যবস্তুতে আঘাত করতে ব্যর্থ হয়।

ফলে ইউক্রেনীয় বাহিনী খেরসনের পূর্বে বেরিস্লাভ শহরের একটি রুশ অবস্থান ঘিরে ফেলার প্রচেষ্টায় ব্যর্থ হয়। “পুরো ঘেরাও পরিকল্পনাটি থেমে যায়,” বলেন একজন সামরিক কর্মকর্তা। “তা ব্যর্থ হয়।”

অবশেষে ইউক্রেন বেরিস্লাভ, খেরসন শহর এবং আরও কিছু দখলকৃত এলাকা পুনরুদ্ধার করতে সক্ষম হয়। তবে ইলন মাস্কের এই নির্দেশ — যা আগে প্রকাশিত হয়নি — যুদ্ধ চলাকালীন প্রথমবারের মতো কোনো যুদ্ধক্ষেত্রে স্টারলিংক সেবা বন্ধ করার ঘটনা। সূত্র মতে, এতে স্টারলিংকের কিছু কর্মী হতবাক হন এবং যুদ্ধের ফ্রন্টলাইন কার্যত পুনর্গঠিত হয়, যার ফলে মাস্ক “যুদ্ধের ফলাফল নিজের হাতে তুলে নেন।”

এই তথ্য ইলন মাস্কের পূর্বের বক্তব্যকে বিতর্কিত করে তোলে। মার্চ মাসে নিজের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্স-এ মাস্ক বলেছিলেন: “আমরা কখনোই এমন কিছু করতাম না।”

মাস্ক ও নিকলস রয়টার্সের মন্তব্যের অনুরোধে সাড়া দেননি।

স্পেসএক্সের এক মুখপাত্র রয়টার্সকে ইমেইলে বলেন, প্রতিবেদনে “ভুল তথ্য” রয়েছে এবং সাংবাদিকদের একটি পুরনো এক্স পোস্টের দিকে নির্দেশ করেন যেখানে বলা হয়েছিল: “স্টারলিংক ইউক্রেনে সেবা দিতে প্রতিশ্রুতিবদ্ধ।” তবে তিনি কোন তথ্য ভুল তা স্পষ্ট করেননি বা ওই ঘটনার বিস্তারিত সম্পর্কে প্রশ্নগুলোর উত্তর দেননি।

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির দপ্তর এবং প্রতিরক্ষা মন্ত্রণালয় এই বিষয়ে কোনো মন্তব্য করেনি। স্টারলিংক এখনো ইউক্রেনকে সেবা দিচ্ছে এবং দেশটির সেনাবাহিনী কিছু ক্ষেত্রে এই সেবার ওপর নির্ভর করছে। জেলেনস্কি এ বছরেও মাস্ককে স্টারলিংকের জন্য প্রকাশ্যে ধন্যবাদ জানিয়েছেন।

 


সূত্র: রয়টার্স 

মিরাজ খান

×