
ছবি: সংগৃহীত
রাশিয়া মহাকাশে একযোগে ২০টি স্যাটেলাইট উৎক্ষেপণ করেছে। এর মধ্যে রয়েছে ইরানের তৈরি 'নাহিদ-টু' মডেলের একটি টেলিযোগাযোগ স্যাটেলাইট। আয়াতুল্লাহ আলী খামেনির নেতৃত্বাধীন দেশ ইরানকে প্রযুক্তিতে আরও উন্নত করতে এই পদক্ষেপ নিয়েছে মস্কো।
রাশিয়ার মহাকাশ গবেষণা সংস্থা ‘রসকসমস’-এর সহায়তায় দেশটির রাজধানী মস্কো থেকেই এসব স্যাটেলাইট উৎক্ষেপণ করা হয়। ইরানের মহাকাশ যোগাযোগ সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যেই দেশটির মহাকাশ গবেষণা সংস্থা তৈরি করেছে ‘নাহিদ-টু’। বিষয়টি ২৫ জুলাই নিশ্চিত করেছে মধ্যপ্রাচ্যভিত্তিক সংবাদমাধ্যম তাসনিম নিউজ এজেন্সি।
বাকি ১৯টি স্যাটেলাইটের মধ্যে বেশ কিছু রাশিয়ান উপগ্রহ রয়েছে, যেগুলো শিক্ষা ও পরীক্ষামূলক কাজের উদ্দেশ্যে ব্যবহৃত হবে। এর মধ্যে রয়েছে হারিকেন ও আগ্নেয়গিরির মতো প্রাকৃতিক দুর্যোগ সম্পর্কিত জটিলতার পরীক্ষা-নিরীক্ষার স্যাটেলাইট।
চলতি বছরের শুরুতে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে কৌশলগত সামরিক ও প্রতিরক্ষা চুক্তি সই করেছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। চুক্তি অনুযায়ী, আগামী ২০ বছর শিক্ষা, প্রযুক্তি এবং পারমাণবিক খাতেও মস্কোর সহায়তা পাবে তেহরান।
ইরানকে সামরিকভাবে আরও শক্তিশালী করতে রাশিয়া ইতোমধ্যে সুখোই এসইউ-৩৫ মডেলের যুদ্ধবিমান সরবরাহ করেছে। ইসরায়েল ও যুক্তরাষ্ট্রসহ পশ্চিমাদের সামরিক আগ্রাসনের মোকাবিলায় এই বিমান গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা তেহরানের।
অন্যদিকে, মার্কিন নিষেধাজ্ঞা উপেক্ষা করে রাশিয়ার সঙ্গে রুবল মুদ্রার মাধ্যমে জ্বালানি বাণিজ্য চালিয়ে যাচ্ছে ইরান। এর ফলে নিষেধাজ্ঞা সত্ত্বেও রুশ-ইরানি বাণিজ্য জোরদার হচ্ছে।
রাশিয়া-ইউক্রেন যুদ্ধেও গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে ইরান। পশ্চিমাদের দাবি, রাশিয়ার সামরিক বাহিনী ইউক্রেনে ইরানের তৈরি আধুনিক শাহেদ-১৩৬ ড্রোন ব্যবহার করছে, যা দিয়ে ইউক্রেনীয় বাহিনীকে প্রতিহত করছে মস্কো।
শেখ ফরিদ