
ছবি: সংগৃহীত
উত্তরায় মাইলস্টোন স্কুলে বিমান দুর্ঘটনায় নিহত শিক্ষিকা মাহরিন চৌধুরীর পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের সভাপতি ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসের স্ত্রী আফরোজা আব্বাস। শুক্রবার তিনি মাহরিন চৌধুরীর পরিবারের সঙ্গে সাক্ষাৎ করেন এবং তার কবর জিয়ারত করেন।
এ সময় আফরোজা আব্বাস বলেন, “মাহরিন চৌধুরী যদি আগেই বলতেন যে তিনি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ভাতিজি, তাহলে স্বৈরাচারী সরকারের সময় হয়তো তাকে চাকরি হারাতে হতো, অপমানিত হতে হতো। তা না জেনেও তিনি নানা হয়রানির শিকার হয়েছেন।”
তিনি আরও বলেন, “মাহরিন চৌধুরী আমাদের কাছে জাতীয় বীর। তিনি যেভাবে নিজের সন্তানদের মতো করে শিক্ষার্থীদের রক্ষা করতে গিয়ে প্রাণ দিয়েছেন, তা সমগ্র নারী সমাজের জন্য গর্বের। একজন মা, একজন শিক্ষিকা হিসেবে তিনি সত্যিকারের দায়িত্ব ও ভালোবাসার পরিচয় দিয়েছেন।”
আফরোজা আব্বাস জানান, বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে তিনি নিহত শিক্ষিকার পরিবারের প্রতি সমবেদনা জানাতে এসেছেন। তিনি বলেন, “আমরা ভাষা হারিয়ে ফেলি, যখন এমন আত্মত্যাগ দেখি। যারা হারিয়েছে, তারাই জানে এই শোক কতটা গভীর।”
তিনি বলেন, “মাহরিন চৌধুরী প্রমাণ করে গেছেন যে, শিক্ষকতা শুধু একটি পেশা নয়, এটি মহান দায়িত্ববোধের স্থান। তিনি ছিলেন একজন মা, একজন আদর্শ শিক্ষক—যিনি আত্মত্যাগের মাধ্যমে মানবতার অনন্য উদাহরণ হয়ে থাকবেন।”
আবির