ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৬ জুলাই ২০২৫, ১১ শ্রাবণ ১৪৩২

বিনামূল্যে মিলবে জিপিটি-৫? স্যাম অল্টম্যান দিলেন বড় ইঙ্গিত!

প্রকাশিত: ১৪:২২, ২৬ জুলাই ২০২৫

বিনামূল্যে মিলবে জিপিটি-৫? স্যাম অল্টম্যান দিলেন বড় ইঙ্গিত!

ছবি: সংগৃহীত

চ্যাটজিপিটি-তে খুব শিগগিরই আসছে ওপেনএআই-এর সবচেয়ে শক্তিশালী আর চমকপ্রদ আপগ্রেড—জিপিটি-৫। সম্ভাব্য প্রকাশ এই আগস্টেই।

আগে ধারণা করা হচ্ছিল, জিপিটি-৫-ই হয়তো নিয়ে আসবে AGI (Artificial General Intelligence)—মানে এমন একধরনের কৃত্রিম বুদ্ধিমত্তা, যা মানুষের মতো চিন্তা করতে পারবে। যদিও এখন ওপেনএআই বলছে, জিপিটি-৫ AGI নয়, কিন্তু এটা আগের যেকোনো সংস্করণের চেয়ে অনেক উন্নত ও দক্ষ হবে।

কী কী নতুন পাচ্ছেন জিপিটি-৫-এ?

  • ফ্রি ব্যবহারকারীদের জন্যও সীমাহীন এক্সেস!

  • আগের সব মডেল (O3, GPT-4.1, GPT-4o) মিলিয়ে একীভূত করা হবে।

  • আপনার প্রম্পট অনুযায়ী মডেল নিজেই ঠিক করবে কোন ভার্সন লাগবে।

  • আসতে পারে “মিনি” ও “ন্যানো” ভার্সন—হালকা ও নির্দিষ্ট কাজে ব্যবহারের জন্য।

  • মাইক্রোসফট কো-পাইলটে যুক্ত হবে জিপিটি-৫।

  • "চ্যাটজিপিটি এজেন্ট" ও ওপেন-সোর্স সংস্করণও আনছে জিপিটি-৫ এর সাথেই।

এত উন্নত কীভাবে?

এক সাক্ষাৎকারে ওপেনএআই-এর সিইও স্যাম অল্টম্যান জানান, তিনি নিজে জিপিটি-৫ দিয়ে একটি প্রশ্নের উত্তর পেয়েই হতবাক হয়ে যান। তাঁর ভাষায়, “আমি সেটি জিপিটি-৫-এ দিলাম, আর সে একদম নিখুঁত উত্তর দিল। তখন মনে হলো—‘ওহ, এটাই সেই মুহূর্ত’। মনে হলো, আমি কিছুই না এই AI-এর তুলনায়।”

তিনি আরও বলেন, জিপিটি-৫ দিয়ে সবাই যেন ফ্রি ভার্সনেই চমৎকার অভিজ্ঞতা পান, সেই লক্ষ্যেই কাজ করছেন তাঁরা।

কখন আসছে?

বিশ্বস্ত সূত্র যেমন The Verge ও Axios বলছে—জিপিটি-৫ আপগ্রেড আগস্ট মাসেই উন্মুক্ত হতে যাচ্ছে। এটি শুধু চ্যাটজিপিটি নয়, ওপেনএআই-এর অন্যান্য প্ল্যাটফর্ম ও টুলেও যুক্ত হবে।

আবির

×