
ছবি: সংগৃহীত
মেটা সংস্থার মালিকানাধীন হোয়াটসঅ্যাপে অ্যান্ড্রয়েড ব্যবহারকারীরা মেটার এআই—অর্থাৎ বিল্ট-ইন চ্যাটবটের সঙ্গে রিয়েল-টাইম ভয়েস কথোপকথন চালানোর জন্য একটি নতুন ফিচারের পরীক্ষা চালাচ্ছে। এই ফিচারটি বর্তমানে নির্বাচিত বিটা ব্যবহারকারীদের মধ্যে পরীক্ষাধীন রয়েছে এবং ভবিষ্যতের আপডেটে আরও বিস্তৃত করার পরিকল্পনা রয়েছে।
হোয়াটসঅ্যাপের উন্নয়ন পর্যবেক্ষণকারী ওয়েবসাইট WABetaInfo অনুসারে, ভয়েস চ্যাট ফিচারটি অ্যান্ড্রয়েডের সর্বশেষ বিটা রিলিজ ভার্সন ২.২৫.২১.২১-এ দেখা গেছে।
এই ভয়েস ইন্টার্যাকশন সুবিধা ব্যবহারকারীদের চ্যাট ইন্টারফেসের মধ্যে থাকা ওয়েভফর্ম আইকনে ট্যাপ করে অথবা কথোপকথনের মধ্যে ভয়েস মোডে সুইচ করে মেটা এআই-র সঙ্গে কথোপকথন শুরু করার সুযোগ দিতে পারে। এছাড়া অ্যাপের সেটিংসে “ভয়েস প্রেফারেন্স” অংশে একটি আলাদা টগল থাকছে, যা ব্যবহারকারীদের চ্যাটবট অ্যাক্সেস করার সময় স্বয়ংক্রিয়ভাবে ভয়েস মোডে প্রবেশ করার সুযোগ দেবে। তবে এই সেটিং ডিফল্টভাবে বন্ধ থাকবে এবং শুধুমাত্র চ্যাট ট্যাবের ক্ষেত্রে প্রযোজ্য হবে।
কলস ট্যাবে মেটা এআই আইকনটি স্বয়ংক্রিয়ভাবে ওয়েভফর্ম আইকনে পরিবর্তিত হবে, যা ভয়েস ইন্টার্যাকশন সরাসরি শুরু করার সুযোগ দেবে। এটি ট্যাবটির মূল উদ্দেশ্যের সঙ্গে সামঞ্জস্য রাখার লক্ষ্যে নেয়া হয়েছে।
ভয়েস সেশন চালু হলে, ব্যবহারকারীরা পর্দার মাঝামাঝি স্থানে প্রস্তাবিত কথোপকথনের বিষয় দেখতে পাবেন, যা কথাবার্তা শুরু করতে সহায়তা করবে। ইন্টারফেসের উপরের বাম কোণে একটি ‘কলাপস’ আইকন থাকবে, যা ভয়েস চ্যাট ছোট করার সুযোগ দেবে, ঠিক যেমন একটি স্বাভাবিক হোয়াটসঅ্যাপ কলের ক্ষেত্রে হয়, এবং ব্যবহারকারী অন্য অ্যাপ ব্যবহার করলেও কথাবার্তা চালিয়ে যেতে পারবেন।
ভয়েস সেশন শেষ করতে ব্যবহারকারী নিচের অংশে থাকা ‘এক্স’ আইকনে ট্যাপ করতে পারেন, চ্যাট থেকে বের হতে পারেন অথবা টাইপ করতে শুরু করলে আবার টেক্সট মোডে ফিরে আসবেন। চলমান কথোপকথনগুলো হোয়াটসঅ্যাপের ইন-অ্যাপ কল নোটিফিকেশন এবং অ্যান্ড্রয়েডের মাইক্রোফোন সক্রিয়তার সতর্কতার মাধ্যমে নজর রাখা যাবে।
যদিও এই ফিচারটি এখনও পরীক্ষামূলক অবস্থায় আছে এবং এখনও সকলের জন্য মুক্ত নয়, তাই এর ব্যাপকভাবে কখন চালু হবে তা এখনো স্পষ্ট নয়।
আবির