
ছবি: সংগৃহীত
পাকিস্তানের সিন্ধু প্রদেশে নিজ বাড়িতে মৃত অবস্থায় উদ্ধার করা হয়েছে জনপ্রিয় টিকটক কনটেন্ট ক্রিয়েটর সুমিরা রাজপুতের মৃতদেহ। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বিয়েতে রাজি না হওয়ায় তাকে বিষ খাইয়ে হত্যা করা হয়েছে।
পাকিস্তানের জিও নিউজ জানায়, সুমিরা রাজপুতের ১৫ বছর বয়সী মেয়ে অভিযোগ করেছেন যে তার মাকে জোরপূর্বক বিয়ে করার জন্য চাপ দেওয়া ব্যক্তিরা বিষ প্রয়োগ করেছে। ঘটনাটি ঘটেছে সিন্ধু প্রদেশের ঘোটকি জেলায়।
ময়নাতদন্তে বিষক্রিয়ার প্রমাণ, আটক ২
ঘোটকি জেলার সিনিয়র পুলিশ সুপার (এসএসপি) মোহাম্মদ আনোয়ার খেতরান সাংবাদিকদের জানান, সুমিরার মরদেহের ময়নাতদন্তে তার মৃত্যুর পেছনে বিষক্রিয়া থাকার প্রমাণ মিলেছে। এ ঘটনায় দুই ব্যক্তিকে আটক করা হয়েছে—তারা হলেন বাবু রাজপুত ও মোহাম্মদ ইমরান। তবে এখনো পর্যন্ত মৃত্যুর সুনির্দিষ্ট কারণ সম্পর্কে নিশ্চিত নয় পুলিশ।
ঘোটকির পুলিশ কর্মকর্তা আনোয়ার শেখ জানান, নিহতের মেয়ের অভিযোগ সত্য হওয়ার সম্ভাবনা রয়েছে, তবে এখন পর্যন্ত কোনো এফআইআর (প্রথমতথ্য প্রতিবেদন) নথিভুক্ত হয়নি। পুলিশ এটি হত্যাকাণ্ড কি না, তা নিশ্চিত করতে তদন্ত চালিয়ে যাচ্ছে।
সুমিরা রাজপুত পাকিস্তানের সোশ্যাল মিডিয়া জগতে বেশ জনপ্রিয় ছিলেন। টিকটকে তার ফলোয়ার সংখ্যা ছিল ৫৮ হাজারের বেশি এবং ভিডিওতে মোট লাইক পড়েছে ১০ লাখেরও বেশি।
এই ঘটনার মাত্র এক মাস আগেই ইসলামাবাদে ১৭ বছর বয়সী টিকটকার সানা ইউসুফকে নিজ বাড়িতে গুলি করে হত্যা করা হয়। ওই ঘটনায় অভিযুক্ত উমর হায়াতকে দ্রুত গ্রেপ্তার করেছিল পুলিশ।
সূত্র: এনডিটিভি।
রাকিব