
ছবি: সংগৃহীত
রাশিয়া চলতি বছর সেপ্টেম্বর থেকে চালু করতে যাচ্ছে একটি নতুন বার্তাবাহক অ্যাপ ‘ম্যাক্স (Max)’, যেটিকে দেশটির নিরাপত্তা সংস্থা এফএসবি (FSB) ব্যবহার করতে পারে নাগরিকদের ওপর নজরদারির জন্য। ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য ইন্ডিপেন্ডেন্টের এক প্রতিবেদনে এমন আশঙ্কার কথা জানানো হয়েছে।
সব ডিভাইসে বাধ্যতামূলকভাবে থাকবে ‘Max’
প্রতিবেদনে বলা হয়েছে, সেপ্টেম্বর থেকে রাশিয়ায় বিক্রি হওয়া প্রতিটি নতুন ডিভাইসে স্বয়ংক্রিয়ভাবে ইনস্টল থাকবে ‘Max’ অ্যাপটি। এটি শুধু বার্তা পাঠানো ও ভিডিও কলের জন্যই নয়, বরং সরকারের নানা সেবা, মোবাইল পেমেন্টসহ একটি পূর্ণাঙ্গ ডিজিটাল ইকোসিস্টেম হিসেবে কাজ করবে।
তবে প্রযুক্তি বিশ্লেষকরা বলছেন, অ্যাপটির নিরীহ সাদা-নীল লোগোর আড়ালে থাকতে পারে একটি ‘গুপ্তচর সফটওয়্যার’, যার মাধ্যমে রুশ নিরাপত্তা সংস্থা এফএসবি নাগরিকদের উপর কঠোর নজরদারি চালাতে পারবে। যেহেতু অ্যাপটির সার্ভার রাশিয়ার ভেতরেই থাকবে, রুশ আইনের আওতায় থেকে এফএসবি এতে সরাসরি প্রবেশাধিকার পাবে।
হোয়াটসঅ্যাপ নিষিদ্ধ হওয়ার সম্ভাবনা
বর্তমানে রাশিয়ার ৭০ শতাংশেরও বেশি মানুষ হোয়াটসঅ্যাপ ব্যবহার করেন। কিন্তু বিশ্লেষকরা আশঙ্কা করছেন, নতুন এই অ্যাপ চালুর পর রাশিয়ায় হোয়াটসঅ্যাপ নিষিদ্ধ করে সবাইকে ‘Max’-এর দিকে ঠেলে দেবে মস্কো। রুশ নিরাপত্তা ও রাজনীতি বিশ্লেষক মার্ক গ্যালিওটি দ্য ইন্ডিপেন্ডেন্টকে বলেন, ‘Max ব্যবহার করতে জনগণকে বাধ্য করা হবে।’
‘ডিজিটাল গুলাগ’-এর দিকে অগ্রসর হচ্ছে ক্রেমলিন?
রুশ সাংবাদিক আন্দ্রেই ওকুন বলছেন, “Max অ্যাপ হচ্ছে ক্রেমলিনের ‘ডিজিটাল গুলাগ’ নির্মাণের স্বপ্ন পূরণের একটি কেন্দ্রবিন্দু। এটি হবে এমন এক ডিজিটাল পরিসর, যেখানে রাষ্ট্র নাগরিকদের বিনোদন, চিন্তা ও আগ্রহ পর্যন্ত নিয়ন্ত্রণ করবে।”
প্রসঙ্গত, ‘ডিজিটাল গুলাগ’ বলতে একটি ডিজিটাল পরিবেশকে বোঝায় যেখানে সরকার বা ক্ষমতাবান সংস্থাগুলো নাগরিকদের উপর ব্যাপক নজরদারি ও নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করে।
বিশ্লেষকরা বলছেন, প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সরাসরি নির্দেশনায় এই অ্যাপ তৈরি হয়েছে এবং এটি রাশিয়ার অনলাইন পরিসরে নজরদারি সক্ষমতাকে আরও সুসংগঠিত করবে।
পশ্চিমা প্রযুক্তির প্রতি দীর্ঘদিনের সন্দেহ
রাশিয়া নিয়ে লেখা বই Russia’s War on Everybody-এর লেখক কিয়ার জাইলস বলেন, ‘রাশিয়ার ইন্টারনেট ব্যবহারের ওপর নজরদারি এখন একটি স্বাভাবিক প্রক্রিয়ায় পরিণত হয়েছে। এটি দীর্ঘদিনের একটি পদ্ধতির অংশ।’
তিনি আরও বলেন, “রুশ নিরাপত্তা সংস্থাগুলো দীর্ঘদিন ধরেই গুগল, স্কাইপ, হটমেইলসহ বিদেশি সফটওয়্যার ব্যবহার নিয়ে ক্ষুব্ধ, কারণ সেগুলো নাগরিকদের বার্তা পড়তে তাদের জন্য কঠিন করে তোলে। হোয়াটসঅ্যাপ বন্ধ করে ‘Max’ চালুর এই পদক্ষেপ অনেকটা তাদের পুরনো পরিকল্পনার চূড়ান্ত বাস্তবায়ন।”
সূত্র: এনডিটিভি।
রাকিব