ঢাকা, বাংলাদেশ   রোববার ২৭ জুলাই ২০২৫, ১২ শ্রাবণ ১৪৩২

মৃত্যুর ছায়ায় শিক্ষা: চরম্বা উচ্চ বিদ্যালয়ের ঝুঁকিপূর্ণ ভবনে চলছে ক্লাস

আনোয়ারুল আলম সাঈদ, কন্ট্রিবিউটিং রিপোর্টার , লোহাগাড়া, চট্টগ্রাম

প্রকাশিত: ১১:০৮, ২৭ জুলাই ২০২৫; আপডেট: ১১:০৯, ২৭ জুলাই ২০২৫

মৃত্যুর ছায়ায় শিক্ষা: চরম্বা উচ্চ বিদ্যালয়ের ঝুঁকিপূর্ণ ভবনে চলছে ক্লাস

ছবি: জনকণ্ঠ

চট্টগ্রাম জেলার অন্তর্গত একটি ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান ‘চরম্বা উচ্চ বিদ্যালয়’। ১৯৬৮ খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত এই স্কুলটি দীর্ঘ ৫০ বছরেরও বেশি সময় ধরে জ্ঞানচর্চার বাতিঘর হিসেবে কাজ করে আসছে। তবে দুঃখজনকভাবে, এই শিক্ষা প্রতিষ্ঠানটি আজ নিজ ভবনের অবস্থা নিয়ে চরম সংকটে পড়েছে।

বিদ্যালয়ের একমাত্র ভবনটি এখন অত্যন্ত ঝুঁকিপূর্ণ অবস্থায় দাঁড়িয়ে আছে। ছাঁদ থেকে পলেস্তারা খসে পড়ছে, কোথাও কোথাও বড় আকারে কংক্রিট ভেঙে নিচে পড়ছে। শ্রেণিকক্ষে বসে পাঠ নেওয়া শিক্ষার্থীদের মনে আতঙ্ক প্রতিনিয়ত—আজ না হয় কাল মাথার উপর থেকে কোনো অংশ ধসে পড়তে পারে। শিক্ষক এবং অভিভাবকরাও ভয়ে ভয়ে দিন পার করছেন, কারণ ভবনের যেকোনো মুহূর্তে বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক জানান, “বছরের পর বছর ধরে আমরা বিদ্যালয়ের অবকাঠামো উন্নয়নের জন্য বিভিন্ন দপ্তরে আবেদন জানিয়ে আসছি। কিন্তু এখনো কোনো কার্যকর পদক্ষেপ গ্রহণ করা হয়নি। আমরা চিঠি দিয়েছি উপজেলা শিক্ষা অফিস, জেলা প্রশাসন এবং স্থানীয় সংসদ সদস্যের কাছেও। প্রতিশ্রুতি শুনেছি, কিন্তু বাস্তবে কিছুই হয়নি।”

স্থানীয় অভিভাবক রা জানান, “আমরা আমাদের সন্তানদের পড়াশোনার জন্য স্কুলে পাঠাই, কিন্তু এখন ভাবি—তাদের জীবন কি নিরাপদ? এটা কেবল একটি শিক্ষার বিষয় না, এটা এখন শিশুদের জীবন রক্ষার বিষয়।”

বিদ্যালয়ের ছয় শতাধিক শিক্ষার্থী প্রতিদিন এই জরাজীর্ণ ভবনে ক্লাস করে। কোন বিকল্প ব্যবস্থা না থাকায় বিদ্যালয় কর্তৃপক্ষও বাধ্য হয়ে ঝুঁকি নিয়ে পাঠদান চালিয়ে যাচ্ছে।

চরম্বা উচ্চ বিদ্যালয়ের এমন অবস্থা কেবল একটি প্রতিষ্ঠানের সংকট নয়, এটি বাংলাদেশের প্রান্তিক অঞ্চলে অবহেলিত শিক্ষার চিত্রও বটে। যেখানে ডিজিটাল বাংলাদেশের স্বপ্ন বাস্তবায়নের কথা বলা হচ্ছে, সেখানে একটি প্রতিষ্ঠানের ৫০ বছরেরও বেশি পুরোনো ভবন মেরামত বা পুনর্নির্মাণ করা হচ্ছে না—এটা সত্যিই হতাশাজনক।

এখন সময় এসেছে সরকারের সংশ্লিষ্ট দপ্তরগুলো যথাযথ দৃষ্টি দেওয়ার। শিক্ষা একটি মৌলিক অধিকার, আর সেই শিক্ষার নিরাপদ পরিবেশ নিশ্চিত করা সরকারের অন্যতম দায়িত্ব। চরম্বা উচ্চ বিদ্যালয়ের জরাজীর্ণ ভবনের দ্রুত সংস্কার ও নতুন ভবন নির্মাণ এখন সময়ের দাবি।

সাব্বির

×