ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৬ জুলাই ২০২৫, ১১ শ্রাবণ ১৪৩২

এবার চ্যাটজিপিটিতে যুক্ত হচ্ছে ‘পারসোনালিটি’ ফিচার, থাকছে যেসব সুবিধা

প্রকাশিত: ১৪:২১, ২৬ জুলাই ২০২৫

এবার চ্যাটজিপিটিতে যুক্ত হচ্ছে ‘পারসোনালিটি’ ফিচার, থাকছে যেসব সুবিধা

চ্যাটজিপিটি

চ্যাটজিপিটিতে যুক্ত হচ্ছে নতুন ফিচার ‘পারসোনালিটি’। ওপেনএআই জানিয়েছে, ধাপে ধাপে এই সুবিধা উন্মুক্ত করা হবে বিশ্বের বিভিন্ন অঞ্চলের ব্যবহারকারীদের জন্য। 

চ্যাটজিপিটি সাধারণত তথ্য বিশ্লেষণ, যুক্তিনির্ভর আলোচনা ও প্রোগ্রামিংয়ের ক্ষেত্রে দক্ষ হলেও অনেকেই এর আচরণকে কিছুটা একঘেয়ে ও অনুভূতিহীন বলে মন্তব্য করেছেন। অন্যদিকে, মাইক্রোসফটের কোপাইলট তুলনামূলকভাবে প্রাণবন্ত ও ব্যবহারকারীকেন্দ্রিক। এসব বিষয় মাথায় রেখেই চ্যাটজিপিটিতে চালু হচ্ছে ‘পারসোনালিটি’ ফিচার।

নতুন এই ফিচারের মাধ্যমে ব্যবহারকারীরা চাইলে নিজেদের প্রয়োজনে চ্যাটজিপিটির প্রতিক্রিয়া ও আচরণের ধরন বেছে নিতে পারবেন। চাইলে ঠান্ডা মেজাজে কথা বলার ‘Cynic’, সংক্ষিপ্ত ও কার্যকর ‘Robot’, সহানুভূতিশীল ‘Listener’ কিংবা উৎসাহী ও কৌতূহলী ‘Sage’ এই চারটি পারসোনালিটি মোডের মধ্যে থেকে যেকোনো একটি নির্বাচন করা যাবে।

উদাহরণস্বরূপ, ‘Cynic’ মোডে চ্যাটজিপিটি কিছুটা সন্দেহপ্রবণ ও তির্যক ভঙ্গিতে কথা বলবে, যেখানে প্রশংসাবাদী সুর একেবারেই থাকবে না। যারা অতিরিক্ত প্রশংসা পছন্দ করেন না, তাঁদের জন্য এই মোডটি উপযুক্ত। অন্যদিকে, ‘Robot’ মোডে উত্তরগুলো হবে খোলামেলা, সংক্ষিপ্ত ও একদম নিরপেক্ষ। যারা সহানুভূতির ছোঁয়া চান, তাঁদের জন্য রয়েছে ‘Listener’ মোড। আর ‘Sage’ মোডে চ্যাটজিপিটি হবে জ্ঞানপিপাসু, উদ্যমী ও উৎসাহী।

এই সুবিধাটি পেতে হলে ব্যবহারকারীকে চ্যাটজিপিটির ওয়েব সংস্করণে প্রোফাইল আইকনে ক্লিক করে ‘Customize ChatGPT’ অপশনে যেতে হবে। সেখান থেকেই পারসোনালিটি বেছে নেওয়ার পাশাপাশি আরও কিছু আচরণগত কাস্টমাইজেশনও করা যাবে।

তবে ওপেনএআই জানিয়েছে, এই ফিচার এখনো সবার জন্য উন্মুক্ত হয়নি। নির্দিষ্ট কিছু ব্যবহারকারী এখন এটি পাচ্ছেন। ধাপে ধাপে এটি পৌঁছে যাবে সব ব্যবহারকারীর কাছে।

খবর ব্লিপিং কম্পিউটার
 

তাসমিম

×