
ছবিঃ সংগৃহীত
শনিবার (২৬ জুলাই) সকালে ইরানের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় শহর জাহেদানের একটি প্রাদেশিক আদালতে সশস্ত্র জঙ্গিদের হামলায় অন্তত পাঁচজন নিহত ও ১৩ জন আহত হয়েছেন। হামলার দায় স্বীকার করেছে কুখ্যাত সন্ত্রাসী গোষ্ঠী ‘জইশ আল-জুলম’।
স্থানীয় সময় সকালেই জাহেদানের আজাদি সড়কে অবস্থিত সিস্তান ও বেলুচিস্তান প্রদেশের আদালত ভবনে একযোগে গুলি চালায় একাধিক বন্দুকধারী সন্ত্রাসী। তারা ভবনের ভেতরে ঢুকে নির্বিচারে গুলি ছোড়ে, এবং আশপাশের এলাকাতেও বেসামরিক মানুষের ওপর হামলা চালায়। এতে বহু লোক হতাহত হন এবং কিছু স্থাপনারও ক্ষয়ক্ষতি হয়।
স্থানীয় সূত্রে জানা গেছে, ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর (IRGC) কুদস ঘাঁটির সদস্যরা দ্রুত অভিযানে নামলে তিনজন সন্ত্রাসী ঘটনাস্থলেই নিহত হয়। নিরাপত্তা বাহিনীর অভিযানে অবশেষে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়।
আহতদের তাৎক্ষণিকভাবে স্থানীয় খাতাম আল-আনবিয়া হাসপাতাল ও জরুরি সেবা ইউনিট ১১৫-এর সহায়তায় চিকিৎসা কেন্দ্রে নিয়ে যাওয়া হয়। জাহেদান মেডিকেল বিশ্ববিদ্যালয়ের প্রধান ড. মোহাম্মদ হাসান মোহাম্মাদি জানিয়েছেন, আহতদের মধ্যে অনেককে অস্ত্রোপচারসহ বিভিন্ন জরুরি চিকিৎসা দেওয়া হচ্ছে।
ঘটনার সময় আদালতে উপস্থিত কিছু স্টাফ ও দর্শনার্থীদের নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে। এদিকে পুরো আদালত এলাকা ঘিরে রেখেছে আইন-শৃঙ্খলা বাহিনী এবং সাধারণ জনগণকে ঐ অঞ্চল থেকে দূরে থাকার আহ্বান জানানো হয়েছে।
এখনো পর্যন্ত নিহত ও আহতদের চূড়ান্ত সংখ্যা আনুষ্ঠানিকভাবে জানানো হয়নি। নিরাপত্তা বাহিনী ও তদন্তকারী সংস্থাগুলো হামলার পেছনের কারণ এবং সম্পৃক্তদের খুঁজে বের করতে তৎপর রয়েছে।
সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুরোধ, কেউ যেন ঘটনাস্থলের ভিডিও বা ছবি শেয়ার না করে এবং যাচাইবিহীন তথ্য ছড়ানো থেকে বিরত থাকে। সঠিক ও নির্ভরযোগ্য তথ্যের জন্য কেবল সরকারিভাবে ঘোষিত সংবাদ উৎসের ওপর নির্ভর করতে বলা হয়েছে।
সূত্রঃ তাস্নিম নিউজ এজেন্সি
ইমরান