
ছবি: সংগৃহীত।
অ্যান্ড্রয়েড ফোনে এমন অনেক ফিচার আছে যা অধিকাংশ ব্যবহারকারীরই অজানা। অথচ এই ফিচারগুলোই আপনার ফোনকে আরও স্মার্ট, নিরাপদ এবং কার্যকর করতে পারে। চলুন জেনে নিই ৮টি দারুণ ফিচার যা এখনই ব্যবহার শুরু করতে পারেন।
১. ফোনের পেছনে টোকা দিলেই খুলবে অ্যাপ
“Quick Tap” বা “Double Tap” ফিচারে ফোনের পেছনে দুবার টোকা দিয়ে খুলতে পারেন ফ্ল্যাশলাইট, ক্যামেরা, স্ক্রিনশট বা আপনার পছন্দের অ্যাপ।
- সেটিংসে যান > Gestures > Quick Tap চালু করুন > অ্যাকশন নির্ধারণ করুন।
২. ফ্ল্যাশ নোটিফিকেশন
ফোন সাইলেন্ট থাকলেও কল বা মেসেজ এলে ক্যামেরার ফ্ল্যাশ বা স্ক্রিন ঝলকে আপনাকে জানাবে।
- সেটিংস > Accessibility > Flash Notification > ক্যামেরা ফ্ল্যাশ/স্ক্রিন ফ্ল্যাশ অন করুন।
৩. ওয়াইফাই শেয়ার করুন QR কোডে
অন্য ফোনকে ওয়াইফাই দিতে চাইলে এখন আর পাসওয়ার্ড বলার দরকার নেই। QR কোড স্ক্যান করেই কানেক্ট হয়ে যাবে।
- Wi-Fi সেটিংসে গিয়ে কানেক্টেড নেটওয়ার্কের পাশে থাকা “Share” এ ট্যাপ করুন।
৪. ফোনকে বানান Wi-Fi Repeater
হটস্পট চালু করে আপনার ফোন দিয়ে অন্য ফোনে একই ওয়াইফাই সিগনাল শেয়ার করতে পারবেন।
- Wi-Fi চালু করে > হটস্পট অন করুন > অন্য ডিভাইস হটস্পটে কানেক্ট করান।
৫. পাবলিক ওয়াইফাইতে নাম লুকিয়ে রাখুন
Android 15-এ যুক্ত হয়েছে এমন ফিচার যা নেটওয়ার্কে আপনার ডিভাইসের নাম দেখাতে দেবে না। ফলে গোপনীয়তা আরও সুরক্ষিত।
- Settings > Network & Internet > Wi-Fi > Gear Icon > Privacy > “Send device name” অপশন বন্ধ করুন।
৬. ফোন হারালেই অটো-লক
ফোন চুরি হলে বা হারিয়ে গেলে নিজে থেকেই লক হয়ে যাবে আপনার ফোন। Android 15-এ এটি বিল্ট-ইন, পুরনো ফোনেও Google Play Services এর মাধ্যমে পাওয়া যাচ্ছে।
- Settings > Security & Privacy > Device Unlock > Theft Protection চালু করুন।
৭. ফোনকেই বানান ওয়েবক্যাম
Android 14 এবং 15-এ এখন ফোনকে কম্পিউটারের HD ওয়েবক্যাম হিসেবে ব্যবহার করা যায়।
- ফোন কম্পিউটারে USB দিয়ে কানেক্ট করে > USB অপশন থেকে Webcam বেছে নিন।
৮. Split Screen চালু করে একসাথে দুই অ্যাপ চালান
এক স্ক্রিনে একইসাথে দুটি অ্যাপ চালানো যায়। মাল্টিটাস্কিংয়ের জন্য এটি খুবই দরকারী।
- Recent apps থেকে > অ্যাপ আইকনে চাপ দিন > Split screen বেছে নিন > আরেকটি অ্যাপ সিলেক্ট করুন।
নুসরাত