ঢাকা, বাংলাদেশ   রোববার ২৭ জুলাই ২০২৫, ১১ শ্রাবণ ১৪৩২

অনলাইন সংবাদপত্র বা নিউজ পোর্টাল শুরুর ইতিহাস

প্রকাশিত: ১৯:২১, ২৬ জুলাই ২০২৫

অনলাইন সংবাদপত্র বা নিউজ পোর্টাল শুরুর ইতিহাস

ছ‌বি: প্রতীকী

ইন্টারনেট সংবাদ পড়ার ওয়েবসাইট মূলত অনলাইন সংবাদপত্র বা নিউজ পোর্টাল বলা হয়। ইন্টারনেট ও প্রযুক্তির উন্নয়নের ফলে পৃথিবীর যে কোনো প্রান্ত থেকেই সংবাদপত্র বা সংবাদ সহজেই পড়া যায়। সংবাদ এখন আর কেবল কাগজের পাতায় সীমাবদ্ধ নয়।

বর্তমান সময়ে বাংলা নিউজপেপার All Bangla Newspaper সহ পৃথিবীর প্রায় সকল সংবাদপত্রের অনলাইন নিউজ পোর্টাল বা অনলাইন সংস্করণ রয়েছে। আবার এমন কিছু অনলাইন নিউজ পোর্টালও রয়েছে যেগুলোর কার্যক্রম শুধুমাত্র অনলাইনের মাধ্যমেই পরিচালিত হয়।

১৯৭৪ সালে ব্রুস পারেলউ ইলিয়ন বিশ্ববিদ্যালয়ে প্লাটো প্রক্রিয়ায় একটি অনলাইন সংবাদপত্র যাত্রা শুরু করেছিল। বিশেষজ্ঞ ও গবেষকদের মতে, এটি ছিল বিশ্বের প্রথম অনলাইন সংবাদপত্র বা নিউজ পোর্টাল।

ব্রাজিলের সরকারি মালিকানাধীন সংবাদপত্র "জোরনাল দো দিয়া" ১৯৮৭ সালে প্রতিষ্ঠিত হয় এবং ৯০-এর দশকের শুরুর দিকে অনলাইন সংবাদপত্র হিসেবে যাত্রা শুরু করে। ইতিহাসে এটি প্রথম বাণিজ্যিক সংবাদপত্র, যারা অনলাইন সংস্করণ চালু করেছিল।

যুক্তরাষ্ট্রে ১৯৯০ সালের শেষার্ধে ১০০-এর অধিক সংবাদপত্র অনলাইনে প্রকাশনা শুরু করে। ৯০-এর দশকের পরপর ইউরোপ, এশিয়া, আফ্রিকা সহ পৃথিবীর সকল দেশেই কমবেশি অনলাইন সংবাদপত্রের প্রচলন শুরু হয়।

ভারতীয় উপমহাদেশে অনলাইন সংবাদপত্র শুরু হয় মূলত ১৯৯০-এর দশকের মাঝামাঝি সময় থেকে। এই সময়ে ইন্টারনেট প্রযুক্তির বিস্তার এবং ওয়েবসাইট তৈরির সক্ষমতা ধীরে ধীরে উন্নত হতে থাকে। এর ফলে অনলাইন নিউজ পোর্টালের গ্রহণযোগ্যতা মানুষের কাছে বাড়তে শুরু করে এবং ভারত, বাংলাদেশ ও পাকিস্তানে অনলাইন নিউজ পোর্টালের যাত্রা শুরু হয়।

ভারতের প্রথম অনলাইন সংবাদপত্র The Hindu, এটি ভারতের প্রথম প্রিন্ট সংবাদপত্র যার অনলাইন সংস্করণ ১৯৯৫ সালে যাত্রা শুরু করে। বাংলাদেশের প্রথম অনলাইন সংবাদপত্র বা নিউজ পোর্টাল The Daily Star, এটি ১৯৯৭ সালে তাদের ওয়েবসাইট চালু করে। পাকিস্তানের প্রথম অনলাইন সংবাদপত্র Dawn, যেটির ওয়েব সংস্করণ ১৯৯৮ সালে যাত্রা শুরু করে।

প্রযুক্তির উন্নয়নের ফলে বিশ্বব্যাপী অনলাইন সংবাদপত্রগুলো ধীরে ধীরে জনপ্রিয়তা পেতে থাকে। তবে ২০০৫ সালের পর থেকে এই জনপ্রিয়তার হার বহুগুণে বেড়ে যায় এবং মানুষ অনলাইন সংবাদপত্রকে ব্যাপকভাবে সংবাদ পড়ার অন্যতম প্রধান মাধ্যম হিসেবে গ্রহণ করে, যা এখন পর্যন্ত অব্যাহত রয়েছে।

এম.কে.

×