ঢাকা, বাংলাদেশ   রোববার ২৭ জুলাই ২০২৫, ১২ শ্রাবণ ১৪৩২

ক্রেডিট কার্ড ব্যবহারের সুবিধা-অসুবিধা ও খরচ কমানোর টিপস

প্রকাশিত: ০৩:৩২, ২৭ জুলাই ২০২৫; আপডেট: ০৩:৩৩, ২৭ জুলাই ২০২৫

ক্রেডিট কার্ড ব্যবহারের সুবিধা-অসুবিধা ও খরচ কমানোর টিপস

ক্রেডিট কার্ডের ব্যবহার দিন দিন বৃদ্ধি পাচ্ছে। কেনাকাটা থেকে শুরু করে বিভিন্ন আর্থিক লেনদেনে এখন ক্রেডিট ও ডেবিট কার্ড অনেকে ব্যবহার করছেন। ব্যাংকগুলো নানা সুবিধার কথা জানিয়ে ক্রেডিট কার্ড দেয়, কিন্তু অনেকেই সেগুলোর সুবিধা ও অসুবিধা পুরোপুরি না জেনে আগ্রহী হয়ে কার্ড নেন। তাই ক্রেডিট কার্ড নেওয়ার আগে এর সুবিধা-অসুবিধা সম্পর্কে জানা গুরুত্বপূর্ণ।

ডেবিট কার্ড ও ক্রেডিট কার্ডের পার্থক্য:
ডেবিট কার্ড ব্যবহার করলে ব্যাংক অ্যাকাউন্টের নিজের টাকা থেকে লেনদেন হয়, যেখানে ক্রেডিট কার্ডের মাধ্যমে আপনি ব্যাংক থেকে ঋণ নিয়ে কেনাকাটা বা টাকা তুলতে পারেন, এক্ষেত্রে আপনার অ্যাকাউন্টে টাকা থাকা বাধ্যতামূলক নয়।

ক্রেডিট কার্ডের সুবিধাসমূহ:

  • হঠাৎ অর্থের প্রয়োজন হলে সহজেই ঋণ নেওয়া যায়।

  • ব্যাংক সাধারণত ১৫ থেকে ৪৫ দিন পর্যন্ত সময় দেয় টাকা ফেরত দেওয়ার, এই সময়ে সুদ দিতে হয় না।

  • বিদেশে যাতায়াত, কেনাকাটা, বিমানবন্দর লাউঞ্জ ব্যবহার ইত্যাদি ক্ষেত্রে সুবিধা।

  • ঈদ বা অন্যান্য উৎসবে নানা অফার পাওয়া যায়।

  • কিস্তিতে পণ্য ক্রয়ের সুযোগ।

  • কিছু কার্ডে বীমার সুবিধা, যেখানে ঋণ গ্রহীতার মৃত্যু হলে ঋণ মওকুফ হয় এবং কিছু ক্ষেত্রে মেডিকেল সুবিধাও পাওয়া যায়।

অসুবিধাসমূহ:

  • ক্রেডিট কার্ড ব্যবহারে অতিরিক্ত খরচ ও ঋণগ্রহনে উদ্বুদ্ধ হওয়ার প্রবণতা থাকে।

  • বেশি খরচ করার প্রবণতা থাকলে আর্থিক দিক থেকে ক্ষতির সম্ভাবনা।

  • কার্ডের মাধ্যমে কেনাকাটায় কখনো ডিসকাউন্ট না পাওয়া বা ট্রানজেকশন চার্জ (২-৩%) মত হিডেন চার্জ থাকতে পারে।

  • সময়মতো টাকা পরিশোধ না করলে উচ্চ সুদ দিতে হয়, যা ব্যাংকিং খাতে সবচেয়ে বেশি।

  • কার্ড ব্যবহারের জন্য সাধারণত বছরে ৪-৫ হাজার টাকা ফি দিতে হয়।

  • এই ফি বাঁচাতে অনেক সময় বেশি কেনাকাটার প্রবণতা তৈরি হয়, যা ক্ষতিকর।

 

ক্রেডিট কার্ড ব্যবহারের কিছু টিপস:
১. কখনোই লেট পেমেন্ট করবেন না, সময়মতো পুরো টাকা পরিশোধ করুন।
২. কার্ড নেওয়ার সময় ব্যাংকে একটি অ্যাকাউন্ট রাখুন এবং ফর্মে নির্দেশ দিন যেন ডিউ পুরোপুরি ওই অ্যাকাউন্ট থেকে কেটে নেওয়া হয়।
৩. কেনাকাটার আগে যাচাই করুন সেটি কতটা জরুরি, কারণ ক্রেডিট কার্ড দিয়ে কেনাকাটা মানে ঋণ নিয়ে কেনাকাটা করা।
৪. কার্ড ব্যবহারে ক্যাশব্যাক বা অফার পাওয়ার জন্য অপ্রয়োজনীয় কেনাকাটা এড়িয়ে চলুন।

ক্রেডিট কার্ড ব্যবহার সঠিকভাবে করলে এটি আর্থিক সুবিধা দিতে পারে, তবে অসতর্ক হলে তা ক্ষতির কারণ হতে পারে।

Jahan

×