ঢাকা, বাংলাদেশ   রোববার ২৭ জুলাই ২০২৫, ১২ শ্রাবণ ১৪৩২

মানি লন্ডারিং কর্মশালা

আর্থিক সুরক্ষায় ব্যাংকারদের সর্বোচ্চ সতর্কতা জরুরি

স্টাফ রিপোর্টার, রাজশাহী

প্রকাশিত: ০০:৫৫, ২৭ জুলাই ২০২৫

আর্থিক সুরক্ষায় ব্যাংকারদের সর্বোচ্চ সতর্কতা জরুরি

আর্থিক সুরক্ষায় ব্যাংকারদের সর্বোচ্চ সতর্কতা জরুরি

বৈশ্বিক ও জাতীয় অর্থনীতিতে ক্রমবর্ধমান ঝুঁকি মোকাবিলায় এবং দেশের ব্যাংকিং খাতকে সব ধরনের অবৈধ অর্থায়ন থেকে সুরক্ষিত রাখতে উদ্যোগ গ্রহণ করেছে এনসিসি ব্যাংক পিএলসি। এরই অংশ হিসেবে শনিবার রাজশাহীতে ব্যাংকের উত্তরাঞ্চলের কর্মকর্তাদের জন্য ‘মানি লন্ডারিং ও সন্ত্রাসে অর্থায়ন প্রতিরোধ’ শীর্ষক নিবিড় প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করা হয়।

এনসিসি ব্যাংক রাজশাহী শাখার কনফারেন্স হলে আয়োজিত কর্মশালায় ব্যাংকের উত্তরাঞ্চলের বিভিন্ন শাখার ৬২ জন নবীন ও অভিজ্ঞ কর্মকর্তা অংশগ্রহণ করেন। ব্যাংকিং কার্যক্রমে স্বচ্ছতা, জবাবদিহি এবং আন্তর্জাতিক মানদ- মেনে চলার বিষয়টিকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে এই প্রশিক্ষণের আয়োজন করা হয়।
কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এনসিসি ব্যাংকের উপ-প্রধান মানি লন্ডারিং প্রতিরোধ পরিপালন কর্মকর্তা এবং এএমএল অ্যান্ড সিএফটি বিভাগের প্রধান মো. বাকের হোসেন। ঝুঁকি মোকাবিলায় জ্ঞানের সঠিক প্রয়োগ জরুরি উল্লেখ্য করে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, মানি লন্ডারিং এবং সন্ত্রাসে অর্থায়ন কেবল একটি দেশের অর্থনীতিকেই পঙ্গু করে না, এটি দেশের সামাজিক নিরাপত্তা, স্থিতিশীলতা এবং আন্তর্জাতিক ভাবমূর্তির জন্যও এক গুরুতর হুমকি। ব্যাংকিং খাত এই অবৈধ অর্থের অন্যতম প্রধান প্রবেশদ্বার হিসেবে ব্যবহৃত হওয়ার ঝুঁকিতে থাকে।

তাই ব্যাংকারদেরকে সম্মুখসারির প্রহরী হিসেবে সর্বোচ্চ সতর্কতা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করতে হবে। তিনি বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ)-এর নির্দেশনাবলি পুঙ্খানুপুঙ্খভাবে মেনে চলার আহ্বান জানান। তিনি আরও বলেন, মানি লন্ডারিং প্রতিরোধ আইন, ২০১২ (সংশোধনী ২০১৫ সহ), সন্ত্রাস বিরোধী আইন, ২০১২ এবং এ সংক্রান্ত আন্তর্জাতিক মানদ-গুলো সম্পর্কে পরিষ্কার ধারণা রাখা অপরিহার্য। কর্মশালায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ব্যাংকের উত্তরাঞ্চলের আঞ্চলিক প্রধান মো. ওমর শরীফ। প্রাতিষ্ঠানিক সক্ষমতা বৃদ্ধি ও গ্রাহকের আস্থা অর্জনের ওপর গুরুত্বারোপ করে তিনি বলেন, এনসিসি ব্যাংক তার গ্রাহকদের একটি নিরাপদ ও নির্ভরযোগ্য ব্যাংকিং সেবা প্রদানে সর্বদা বদ্ধপরিকর। 
মানি লন্ডারিং ও সন্ত্রাস বিরোধী আইনের পরিপূর্ণ পরিপালন নিশ্চিত করতে ডিজিটাল ব্যাংকিং ও এআই ব্যবহারের ওপর প্রশিক্ষণের গুরুত্ব আহ্বান করা হয়। এর ফলে ব্যাংকের সামগ্রিক কমপ্লায়েন্স কাঠামো যেমন শক্তিশালী হচ্ছে, তেমনই গ্রাহকদের আস্থাও বৃদ্ধি পাচ্ছে।

প্যানেল হু

×