ঢাকা, বাংলাদেশ   রোববার ২৭ জুলাই ২০২৫, ১২ শ্রাবণ ১৪৩২

ঘরে বসে চাকরির প্রস্তুতি নিতে সাহায্য করছে যে অ্যাপ

অনিরুদ্ধ সাজ্জাদ, কন্ট্রিবিউটিং রিপোর্টার, নজরুল বিশ্ববিদ্যালয়

প্রকাশিত: ১১:৫৯, ২৭ জুলাই ২০২৫

ঘরে বসে চাকরির প্রস্তুতি নিতে সাহায্য করছে যে অ্যাপ

ছবি: সংগৃহীত

বিশ্ববিদ্যালয় থেকে পাস করার পর শুরু হয় চাকরির সন্ধান। কিন্তু কোচিং করতে হলে ঢাকায় থাকতে হবে, অর্থ চাই, সময় চাই। আবার অনেকের পরিবার বা অন্যান্য দায়িত্ব সামলে সময় বের করাই হয় কঠিন। এমন অসংখ্য তরুণ-তরুণীর জন্যই আশার আলো হয়ে উঠছে একটি অ্যাপ—‘প্রিয় শিক্ষালয়’।

২০২৩ সালের ২১ ফেব্রুয়ারি গুগল প্লে-স্টোরে উন্মুক্ত হওয়া এই অ্যাপটি খুব অল্প সময়েই ১ লাখের বেশি ডাউনলোড ছাড়িয়ে গেছে। বর্তমানে এটি বাংলাদেশের অন্যতম জনপ্রিয় নিয়োগ ও ভর্তি প্রস্তুতি অ্যাপ হিসেবে স্থান করে নিয়েছে।

চাকরির বাজার প্রতিযোগিতাপূর্ণ। কিন্তু সবার পক্ষে কোচিং সেন্টারে গিয়ে প্রস্তুতি নেওয়া সম্ভব নয়। কুড়িগ্রামের শাহরিয়ার হাসান কিংবা ময়মনসিংহের রুবাইয়া আক্তার লাবণীর মতো অনেকেই ঘরে বসে ‘প্রিয় শিক্ষালয়’ অ্যাপ ব্যবহার করে প্রস্তুতি নিচ্ছেন এবং ইতোমধ্যে অনেকে সফলও হয়েছেন।

এই অ্যাপ থেকে পাওয়া যাচ্ছে বিসিএস, ব্যাংক, শিক্ষক নিবন্ধন, প্রাথমিক সহকারী শিক্ষক, নন-ক্যাডার, বিশ্ববিদ্যালয় ভর্তি, নার্সিং, আইনজীবী এনরোলমেন্টসহ প্রায় সব বড় পরীক্ষার জন্য প্রয়োজনীয় কনটেন্ট। প্রতিটি বিষয়ের জন্য রয়েছে অধ্যায়ভিত্তিক লেকচার, মডেল টেস্ট ও কুইজ।

অ্যাপটি শুধু পড়ার সুযোগ দেয় না, বরং একজন ব্যবহারকারীর প্রস্তুতির দুর্বল দিকগুলো চিহ্নিত করে ফল বিশ্লেষণের মাধ্যমে। মডেল টেস্ট শেষে ব্যবহারকারী জানতে পারে কোথায় ভুল হয়েছে, কোন বিষয়ের প্রস্তুতি দুর্বল, আর কীভাবে উন্নতি করা সম্ভব। এই তথ্যভিত্তিক বিশ্লেষণ একজন চাকরি প্রত্যাশীকে আরও সঠিক পথে প্রস্তুতি নিতে সহায়তা করে।

অ্যাপটির প্রতিটি কনটেন্ট যাচাই করেন দেশের অভিজ্ঞ শিক্ষক ও নিয়োগ পরীক্ষায় সফল ব্যক্তিরা। ফলে ভুল তথ্য বা বিভ্রান্তির ঝুঁকি নেই। এতে যেমন সময় বাঁচে, তেমনি আত্মবিশ্বাস বাড়ে।

প্রিয় শিক্ষালয়ের প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী মহিউদ্দিন সোহেল জানান, “আমরা একটি এমন প্ল্যাটফর্ম তৈরি করতে চেয়েছি, যা সাশ্রয়ী, তথ্যভিত্তিক এবং যে কেউ, যেকোনো স্থান থেকে সহজে ব্যবহার করতে পারে। আমাদের লক্ষ্য হলো শিক্ষিত বেকারদের জন্য একটি নির্ভরযোগ্য প্রস্তুতির সহযাত্রী হওয়া।”

অ্যাপটি শুধু চাকরি প্রত্যাশীদের জন্য নয়, এটি শিক্ষক ও অভিভাবকদের জন্যও কার্যকর। শিক্ষকরা এই প্ল্যাটফর্ম ব্যবহার করে অনলাইন ক্লাস নিতে পারেন, অভিভাবকরা সন্তানের প্রস্তুতির অগ্রগতি পর্যবেক্ষণ করতে পারেন।

ভর্তি ও নিয়োগ পরীক্ষায় বাংলা বিষয়ে দীর্ঘদিন ধরে কাজ করছেন মো. আমিনুল ইসলাম। তিনি বলেন, “শহরের বাইরে থেকেও এখন একটিমাত্র স্মার্টফোন দিয়েই প্রস্তুতি নেওয়া সম্ভব এটাই সবচেয়ে বড় পরিবর্তন। 'প্রিয় শিক্ষালয়' সে পরিবর্তনের পথিকৃত।”

বর্তমানে অ্যাপে থাকছে লাইভ কুইজ, অধ্যায়ভিত্তিক মডেল টেস্ট, ভুল বিশ্লেষণ ও র‌্যাংকিং সিস্টেম। ভবিষ্যতে আরও উন্নত ভিডিও কনটেন্ট, লাইভ ক্লাস ও অ্যাডাপটিভ লার্নিং যুক্ত করার পরিকল্পনা রয়েছে।

মুমু ২

×