ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৬ জুলাই ২০২৫, ১১ শ্রাবণ ১৪৩২

ব্যাংকিং সেক্টরে ক্যারিয়ার গড়ার সুযোগ! আবেদনের শেষ তারিখ ৩১ জুলাই

প্রকাশিত: ১৭:১৬, ২৪ জুলাই ২০২৫

ব্যাংকিং সেক্টরে ক্যারিয়ার গড়ার সুযোগ! আবেদনের শেষ তারিখ ৩১ জুলাই

ছবি: সংগৃহীত

আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকে ‘তথ্য ও যোগাযোগ প্রযুক্তি কর্মকর্তা’ পদে নিয়োগ বিজ্ঞপ্তি
কর্মস্থল: ঢাকা
চাকরির ধরন: পূর্ণকালীন
আবেদনের শেষ তারিখ: ৩১ জুলাই ২০২৫
বেতন: আলোচনাসাপেক্ষ

নিয়োগযোগ্য বিভাগ:

  • নেটওয়ার্ক অ্যাডমিনিস্ট্রেটর

  • সিস্টেম ও স্টোরেজ ব্যবস্থাপনা

  • ডাটা সেন্টার ও ডিজাস্টার রিকভারি ব্যবস্থাপনা

  • ডেটাবেইজ ম্যানেজমেন্ট

  • অ্যাপ্লিকেশন সার্ভিস ম্যানেজমেন্ট

  • অ্যাপ্লিকেশন ইমপ্লিমেন্টেশন ও আপগ্রেডেশন

শিক্ষাগত যোগ্যতা:

  • যেকোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে CSE / ICT / IT / EEE / ECE বিষয়ে স্নাতক ডিগ্রি

  • সংশ্লিষ্ট পদ অনুযায়ী প্রফেশনাল সার্টিফিকেশন (যেমন: CCNA, RHCE, OCP, Kubernetes ইত্যাদি)

অতিরিক্ত যোগ্যতা ও অভিজ্ঞতা:

  • বয়স সর্বোচ্চ ৩৫ বছর (কিছু পদের ক্ষেত্রে সর্বোচ্চ ৩২ বছর)

  • অভিজ্ঞতা: ২-৮ বছর (পদভেদে)

  • ব্যাংকিং বা আর্থিক প্রতিষ্ঠানে কাজের অভিজ্ঞতা অগ্রাধিকারযোগ্য

প্রধান দায়িত্বসমূহ:

  • নেটওয়ার্ক ও সার্ভার পরিচালনা

  • ডেটাসেন্টার ও নিরাপত্তা অবকাঠামো পরিচালনা

  • Oracle DB, PL/SQL, Kubernetes ও Java ভিত্তিক সেবা রক্ষণাবেক্ষণ

  • ডেটা ব্যাকআপ, সিস্টেম মনিটরিং ও ট্রাবলশুটিং

  • সফটওয়্যার আপডেট ও উন্নয়নে সহায়তা

আবেদনপত্র পাঠাতে ভিজিট করুন: https://www.aibl.com.bd

বিস্তারিত: https://jobs.bdjobs.com/jobdetails/?id=1388502&fcatId=2&ln=1

আবির

×